নাকের চুল বা লোম কাটার মেশিন – Kemei KM-6632

মানব শরীরে নাক একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি খেয়াল করবেন আপনার নাকের মধ্যে কিছু লোমগুলো রয়েছে।আর নাকের লোম আমাদের জন্য খুবই উপকারি। তবে বয়স বাড়ার সাথে অনেকের নাকের চুল নাকের ছিদ্র থেকে বাহিরে বেরিয়ে আসে। অনেকের কাছে এটি বিরতক্তকর মনে হতে পারে। বিশেষ করে মেয়েদের কাছে। অনেকেই টেনে নাকের লোম ছিঁড়ে ফেলে যা মোটেও স্বাস্থ্যসম্মত না।

প্রিয় পাঠক, আপনার নাকের চুল বা লোম যদি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে থাকে তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করার কারন নেই। বর্তমান সময়ে নাকের লোম কাটার জন্য বিভিন্ন নোস ট্রিমার পাওয়া যায়। যেগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার নাকের চুল কাটতে পারেন।

নাকের চুল বা লোম কাটার জন্য ভালো মেশিন কোনটি?

বাজারের বিভিন্ন ব্র্যান্ডের নাকের চুল কাটার মেশিন কিনতে পাওয়া যায় এদের মধ্যে বিখ্যাত Kemei ব্র্যান্ডের KM-6632 Nose Trimmer টি বেশ ভালো। এই নোস ট্রিমারটি দিয়ে আপনি খুব সহজেই আপনার নাকের চুল কাটতে পারবেন।

ইলেকট্রিক ট্রিমার হওয়ার কারনে চার্জ করে আপনার সুবিধা মতো যে কোন সময় আপনি আপনার নাকের লোম কাটতে পারবেন।

ডিজাইন

Kemei KM-6632 Nose Trimmer টির সাথে পেয়ে যাবেন একটি অতিরিক্ত হেড যেটি দিয়ে আপনি আপনার মাথার চুলের সাইডের অংশগুলো ছোট করতে পারবেন। এটি ব্যবহার করাও খুবই সহজ। KEMEI KM-6632 Nose Trimmer টিতে রয়েছি একটি পাওয়ার বাটন। নাকের ছিদ্রের মধ্যে হেডটি প্রবেশ করিয়ে পাওয়ার বাটন অন করলে ট্রিমারটি নিজে নিজে আপনার নাকের লোম কাটবে।

তবে ইলেকট্রিক নোট ট্রিমার মেশিন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ট্রিমারের হেড যাতে বেশি ভিতরে প্রবেশ না করে এবং লোম সাইজ যেন একদম জিরো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

Kemei KM-6632 Nose trimmer এর দাম

বাংলাদেশের বাজারে Kemei KM-6632 Nose Trimmer মেশিনটির দাম ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে।

সর্বশেষ দাম জানতে ভিজিট করুন এখানে

আমাদের মতামত

প্রিয় পাঠক, আপনি যদি একটি ভালো মানের নাকের চুল কাটার মেশিন কেনার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই Kemei KM-6632 ট্রিমারটি বিবেচনা করতে পারেন।

সঠিক দামে ভালো মানের ট্রিমার কিনতে ভিজিট করুন আপনাদের সকলের প্রিয় ট্রিমার ওয়ার্ল্ড।

Shopping Cart