ছোট বাচ্চাদের চুল কাটার নিয়ম

ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ সকলেইরই নিয়মিত চুল কাটা প্রয়োজন। তবে প্রথমবার আদরের সোনামণির চুল কাটার সময় মা বাবার মধ্যে একটি আলাদা অনুভুতি কাজ করে। বাচ্চাদের চুল কাটায় ভয়ের কিছু নেই। বাচ্চাদের চুল কাটার জন্য সঠিক প্রস্তুতি, মানুসিক ভাবে স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আপনাদের সাথে আমরা শেয়ার করবো কীভাবে বাসায় বসে খুব সহজে আপনি আপনার নিজের বা বাসায় থাকা ছোট বাচ্চাদের চুল কাটতে পারেন।

Table of Contents

১) প্রয়োজনীয় টুলস সংগ্রহ ও প্রস্তুত করুন

চুল কাটার সময় শরীরে চুল লাগলে খুবই অসহ্য অনুভব হয়। আর তাই চুল কাটার সময় আপনার বাচ্চার শরীরে যাতে চুল প্রবেশ না করে তাই আপনার একটি তোয়ালে বা কাপড় প্রয়োজন হবে। বাচ্চারা চুল কাটার সময় অনেক বেশি নড়াচড়া করে তাই কাচি দিয়ে চুল কাটা একটু রিস্কি হয়ে যায়। তাই চুল কাটার জন্য আপনারা ইলেকট্রিক ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন ব্যবহার করতে পারেন। আপনার বাসায় ট্রিমার না থাকলে একটি ভালো মানের ট্রিমার কিনতে ট্রিমার ওয়ার্ল্ড অনলাইন শপ ভিজিট করতে পারেন। আপনি যদি বাচ্চার চুল একটু বড় রাখতে চান তাহলে একটি চিরুনিও কাছে রাখতে পারেন। এছাড়াও একটি স্প্রে বোতল এবং বসানোর জন্য একটি চেয়ার প্রস্তুত করুন।

২) সময় নির্ধারণ করুন

ঘুমের আগে ও খিদে লাগলে অনেক বাচ্চা কান্না কাটি করে এবং অসহ্য অনুভব করে। তাই বাচ্চাদের চুল কাটার আগে খাওয়ানো ও বিশ্রাম করানো উচিৎ।

৩) বাচ্চাদের সাথে মজা করুন

বাচ্চারা খুশি থাকলে তাদের দিয়ে সহজেই আপনি যেটি চাচ্ছেন সেটি করিয়ে নিতে পারেন। তাই আপনি যখন আপনার বাচ্চার চুল কাটবেন তার আগে তাদের সাথে মজা করুন। আপনি চাইল আপনার মুখ দিয়ে তারা খুশি হয় এমন শব্দ করতে পারেন।

আপনার বাচ্চা যদি কথা বুজে তাহলে তার সাথে চুক্তিতে যেতে পারেন। সে যেটি পছন্দ করে বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয় অফার করতে পারেন। তবে অবশ্যই মোবাইল দেখতে বা মোবাইল নিয়ে খেলতে দিবেন বলে কথা দিবে না।

৪) চুল কাটা শুরু করুন

প্রথমে একটু সামান্য চুল কেটে মজা করেন। তাকে দেখান না হয় আপনি কি করছেন সেটি সে দেখতে চাইবে। অনেকে আবার আতঙ্কিত হতে পারে। তাই অনেক নড়াচড়া করে। শিশুদের স্কিন খুবই নরম তাই সব সময় কম্ব বা ক্লিপ লাগিয়ে ট্রিমার ব্যবহার করুন। এতে সে নড়াচড়া করলেও কাটার সম্ভাবনা নেই বললেই চলে।

৫) চুলে স্প্রে করুন এবং চিরুনি ব্যবহার করুন

চুলে সামান্য পরিমান পানি স্প্রে করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে তাদের দেখানোর চেষ্টা করুন তাকে সুন্দর লাগছে। এবং বাকি চুল কাটার পর আরও সুন্দর লাগবে। চুল জটলা বেধে গেলে চুল কাটার সময় বাচ্চারা চুলে ব্যাথা অনুভব করতে পারে। তাই সাইডের চুল কাটা হয়ে গেলে উপরের দিকের চুল কাটার সময় সামান্য পানি স্প্রে করে নেওয় ভালো।

৬) চুল কাটা শেষ করুন

প্রথমে কানের পাশের বা সাইডের চুল গুলো ছোট সাইজের কম্ব বা ক্লিপ ব্যবহার করে কাটুন। আপনি যদি বেশি ছোট আকারে চুল কাটতে চান তাহলে জিরো সাইজে কাটুন। পাশের চুল কাটা শেষ হলে এক সাইজ বড় কম্ব বা ক্লিপ লাগিয়ে উপরের দিকে ট্রিমার চালান।

চুল কাটা শেষে গলা ও মুখে লেগে থাকা চুলের অংশগুলো পরিষ্কার করে দিন। ট্রিমার ও অন্যান্য জিনিসগুলো পরিষ্কার করে গুছিয়ে নিন। ব্যবহারের পর ট্রিমারের ব্লেডে থাকা চুল পরিষ্কার করে সংরক্ষন করুন এতে অনেকদিন ভালো থাকবে। এক্ষেত্রে আপনি ট্রিমার ব্যবহারের টিপস অনুসরন করতে পারেন।

সর্বশেষ

প্রিয় পাঠক, আশা করছি আপনি এখন খুব সহজেই আপনার বাচ্চাদের চুল কাটতে পারবেন। বাচ্চাদের চুল কাটার সময় অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না। তাদের সাথে মজা করুন, হাসুন।

আপনি যদি আপনার বাচ্চার জন্য একটি ভালো মানের হেয়ার ট্রিমার বা চুল কাটার মেশিন কিনতে চান তাহলে ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রিমার শপ ট্রিমার ওয়ার্ল্ড

Shopping Cart