সেরা ৫ টি ফিলিপস ট্রিমার

বিশ্ববাজারে বিখ্যাত ইলেকট্রিক ব্যান্ড ফিলিপসের পরিচিত প্রায় সবারই জানা। রান্নাঘরের জিনিস থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক অ ইলেক্ট্রনিক্সের বাজারের ফিলিপসের পদচারনা খেয়াল করা যায়। আর গ্রুমিং এর বাজারে ফিলিপসের আধিপত্য বেশ পুরাতন। ছেলেদের শেভার, ট্রিমার থেকে শুরু করে মেয়েদের হেয়ার কেয়ারের বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী ব্যবহারকারীদের নিকট বেশ জনপ্রিয় ও বিশ্বস্ত। সম্মানিত পাঠক, আজকের লেখাজুরে আমরা আপনাদের ধারনা দেওয়ার চেষ্টা করবো। বাংলাদেশের বাজারে বিখ্যাত ইলেকট্রিক ব্রান্ড ফিলিপসের সেরা ৫ টি শেভার ও ট্রিমার সম্পর্কে। এই লেখাজুড়ে আমরা আপনাদের ধারনা দেওয়ার চেষ্টা করবো ফিলিপসের বিভিন্ন ট্রিমার ও শেভার এর দাম, ফিচার, একবার ফুল চার্জ হতে কত সময় লাগবে ও একবার ফুল চার্জে কত সময় চলবে, ইত্যাদি সম্পর্কে।

বাজেট নিয়ে যারা একটু চিন্তিতি তাদের জন্য আমাদের লেখা বিভিন্ন প্রাইজ রেঞ্জের মধ্যে সেরা ট্রিমার নিয়ে এই লেখাটি পড়ে নিতে পারেন।

Philips BT3302/15

নিয়মিত দাড়ি কাটার জন্য আপনার যদি একটি ফিলিপস ট্রিমার কেনার কথা চিন্তা করেন এবং আপনার বাজেট ২০০০ টাকা বা এর কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনাকে একলাইনে যে ফিলিপস ট্রিমারটি কেনার পরামর্শ দিবো সেটি হচ্ছে Philips BT3302/15। Philips BT3302/15 ট্রিমার টি একবার ফুলে চার্জে ৬০ মিনিট ব্যবহার করা যাবে এবং এটি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ৯০ মিনিট। আপনি যদি ৯০ মিনিট সময় অপেক্ষা করতে না চান তাহলেও আপনার জন্য সমাধান রয়েছে এই ট্রিমারটিতে। Philips BT3302/15 টিমারটি কুইক চার্জ সাপোর্ট করে। মাত্র ১৫ মিনিটে কুইক চারজিং ফিচারের সুবিধা রয়েছে এই ট্রিমারটিতে। এছাড়াও এতে রয়েছে ইউএসবি টাইপ-সি চারজিং পোর্ট ফলে আপনি খুব সহজেই আপনার পাওয়ারব্যাংক, ল্যাপটপ, কিংবা পিসির সাহায্যে ট্রিমারটি চার্জ করে নিতে পারবেন।

প্যাকেটের সাথে পেয়ে যাবে একটি ইউএসবি টাইপ-সি ক্যাবল। তবে থাকছে না এডাপটার, সেক্ষেত্রে আপনাকে আপনার ফোনের চার্জারের এডাপটার অথবা বাজারে থেকে আলাদা একটি ৫ ওয়াট – ৫ ভোল্ট এডাপটার কিনে নিতে হবে। অনেকেই এডাপটার না থাকা নিয়ে হতাশ হতে পারেন। বর্তমান সময়ে প্রায় মোটামুটি সকল ব্যান্ডই চারজিং এডাপটার দিচ্ছে না।

Philips BT3302/15 Cordless Trimmer Series 3000

Original price was: 4,500.00৳.Current price is: 2,200.00৳.

ব্র্যান্ডঃ Philips | মডেলঃ BT3302 | ৯০ মিনিটে ফুল চার্জ | একবার ফুল চার্জে ৬০ মিনিট চলবে | ১৫ মিনিটে কুইক চার্জ | কাটিং লেন্থ- ০.৫-১০ মিমি। ইউএসবি টাইপ-সি চার্জার। ওয়ারেন্টিঃ ১ বছর।

PHILIPS MG3721/65

সেরা ফিলিপস ট্রিমারের তালিকায় আমাদের পছন্দের দ্বিতীয় স্থানে যে ট্রিমার রয়েছে সেটি হচ্ছে PHILIPS MG3721/65 7 in 1 Multi-grooming Kit। আপনি যদি একের ভিতরসব ধরনের গ্রুমিং সল্যুশন চান তাহলে আপনার জন্য PHILIPS MG3721/65 গ্রুমিং কিট। এই গ্রুমিং কিটটি দিয়ে আপনি একই সাথে আপনার শরীর, নাক, কান, বগল, দাড়ি মাথার চুল কাটতে পারবেন। বিশেষ করে আপনি যদি জিরো সাইজে দাড়ি বা চুল কাটাতে চান তাহলে PHILIPS MG3721/65 আপনার জন্য একটি দারুন পছন্দ হতে পারে।

একবার ফুল চার্জে ৬০ মিনিট ব্যবহার করা যাবে। তবে ফুল চার্জ হতে ১৬ ঘণ্টা সময় লাগে। চারজিং সময় নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, কারন এই ট্রিমারটি সরাসরি বিদ্যুতের সাহায্যে ব্যবহার করা যাবে। অর্থাৎ PHILIPS MG3721/65 একটি এসি ডিসি ট্রিমার। এই গ্রুমিং কিটের সাথে থাকবে একটি ক্যাবল, ৫ টি কম্ব 1mm, 2mm, 3mm, 5mm, and 9mm, নাকের চুল কাটার জন্য একটি হেড।

PHILIPS MG3721/65 7 in 1 Multi Grooming Kit

Original price was: 4,000.00৳.Current price is: 2,700.00৳.

ব্র্যান্ড: Philips | মডেল: MG3721/65 (3000 series) | চুল, দাড়ি, নাক, বডি হেয়ার রিমুভার | Corded & Cordless (AC/DC) | একবার ফুল চার্জে ৬০ মিনিট চলবে | ৫ টি কম্ব/ক্লিপ | কাটিং লেন্থ- ০-৯ মিমি। ওয়ারেন্টিঃ ১ বছর।

Philips MG7720/15

আপনার বাজেট যদি ৭ থেকে ৮ হাজার এর ঘরে হয়ে থাকে তাহলে আপনার জন্য Philips MG7720/15 14 in 1 মাল্টিগ্রুমিং কিট। মাত্র এক ঘণ্টা ফুল চার্জে একটানা ২ ঘণ্টা ব্যবহার করা যাবে এই গ্রুমিং কিটটি। এছাড়াও এই ট্রিমারটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এতে রয়েছে কুইক চার্জ সুবিধা। ফলে মাত্র ৫ মিনিটে কুইক চার্জ করে দ্রুত দাড়ি কিংবা চুল কাটা যাবে। ইনডিকেটর থাকায় চার্জ কমে গেলেই জানান দিবে।

নাক, কান, বডি, দাড়ি, চুল কাটার জন্য সকল ফিচার রয়েছে এই মাল্টিগ্রুমিং কিটে। মেটাল বডির তৈরি এই ট্রিমারটি বেশ শক্তপোক্ত এবং এতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ব্লেড।

Philips MG7720/15 Multi Grooming 14 in 1 Trimmer

Original price was: 9,999.00৳.Current price is: 7,890.00৳.

ব্র্যান্ড: Philips | মডেল: MG7720/15 | একবার ফুল চার্জে ১২০ মিনিট বা ২ ঘণ্টা চলে | ফুল চার্জ হতে সময় লাগে ১ ঘণ্টা | ৫ মিনিটে কুইক চার্জ |

Philips BT3235/15

ফিলিপসের সেরা ট্রিমারের তালিকায় চতুর্থ স্থানে যে ট্রিমারটি রয়েছে সেটি হচ্ছে BT3235/15 3000 Beard Trimmer. আপনি যদি নিয়মিত দাড়ি ছোট করার জন্য একটি ট্রিমার কেনার চিন্তা করেন এবং আপনার স্কিন একটু সংবেদনশীল হয়ে থাকে তাহলে আপনার জন্য BT3235/15 3000 হতে পারে একটি সঠিক পছন্দ।

এই ট্রিমারটির সাহায্য ০.৫ থেকে ১০ মিমি আকারে দাড়ি কাটা যাবে। এই ট্রিমারটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এতে রয়েছে আলাদা ২০ টি সেটিং। ফলে আপনি আলাদা ২০ টি আকারে দাড়ি বা চুল কাটতে পারবেন। এতে রয়েছে টাইটানিয়াম ব্লেড।

একবার ফুল চার্জে একটানা ৯০ মিনিট ব্যবহার করা যাবে। আর ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা। আপনি যদি আরও দ্রুত চার্জ করতে চান সেটিও করতে পারবেন। কারন এতে রয়েছে কুইক চারজিং সুবিধা। মাত্র ৫ মিনিটেই কুইক চার্জ।

Philips BT3235/15 Trimmer Series 3000

Original price was: 6,599.00৳.Current price is: 3,800.00৳.

ব্রান্ড: PHILIPS | মডেল নাম্বার: BT3235/15 | একবার ফুল চার্জে ৯০ মিনিট চলবে | ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি। ১ ঘণ্টায় ফুল চার্জ (৫ মিনিটে কুইক চার্জ)

Out of stock

Philips X3063/03

অনেকেই ক্লিন সেভের জন্য ইলেকট্রিক শেভার খুজতে খুজতে হয়রান হয়ে যায়। তাদের জন্য ফিলিপসের Philips X3063/03 এই শেভারটি। Philips X3063/03 শেভারটি দিয়ে খুব সহজেই আপনি শুকনো কিংবা ভেজা অবস্থায় আপনার দাড়ি কাটতে পারবেন। তবে সেভ করার ক্ষেত্রে ফোম ব্যবহার করা উত্তম এতে স্কিনের উপর প্রেসার পরে না। Philips X3063/03 এই শেভারটি দিয়ে একবার ফুল চার্জে ৪৫ মিনিট শেভ করা যাবে এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা।

এতে রয়েছে থ্রিডি ব্লেড ফলে আপনি আপনার ফেসের সকল দিকে ঘুড়িয়ে ঘুড়িয়ে দাড়ি কাটতে পারবেন। আলাদা স্পিড সেটিং থাকায় স্পিড বাড়িয়ে বা কমিয়ে নেওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি কুইক চার্জ সাপোর্ট করে। মাত্র ৫ মিনিটেই কুইক চার্জ। ক্লিন সেভের জন্য Philips S3144/03, Philips S1121/41 ও বিবেচনা করতে পারেন।

Philips X3063/03 Wet & Dry Electric Shaver Series 3000X

Original price was: 8,000.00৳.Current price is: 6,250.00৳.

Brand: Philips | Model: X3063/03 | Wet & Dry Electric Shaver | Battery Type: NiMH | Run Time: 40 minutes | Quick Charge: 5-minute quick charge for one shave | Charging Time: 1 hour for a full charge | Handle: Ergonomic grip & handle for comfortable use Warranty: 1-year warranty

সর্বশেষ

ফিলিপসের সেরা ট্রিমার ও শেভারের তালিকায় আমরা ৫ টি শেভার ও ট্রিমার মেনশন করেছি, এর মানে অন্যগুলো যে খারাপ তা কিন্তু নয়। ফিচার ও দামের বিবেচনায় এগুলোর একটি তালিকা দেওয়া হয়েছে। বাজারে বিভিন্ন ব্রান্ডের ট্রিমার ও শেভার পাওয়া যায়। বাজেট ও প্রয়োজন বিবেচনা করে আপনার পছন্দের ট্রিমার বা শেভার ক্রয় করুন।

Leave a Comment

Shopping Cart