আপনি যদি আমাকে জিজ্ঞাস করেন বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে ভালো ট্রিমার কোনটি তাহলে আমার উত্তর হবে যথাক্রমে ২ টি ট্রিমার ( বিশেষ করে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে) সেগুলো হচ্ছে HTC AT-538, HTC AT-1210. এখন প্রশ্ন হচ্ছে HTC At-1210 এবং HTC AT-538 দুইটি ট্রিমারি একই ব্রান্ডের দাম ও বেশ কাছাকাছি তাহলে কোন ট্রিমারটি ভালো? আচ্ছা, বিচলিত হওয়ার কিছু নেই আজকের HTC AT-538 VS HTC AT-1210 এই শিরোনামের আর্টিকেলজুড়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো কোন ট্রিমারটি ভালো, এই ট্রিমার দুইটি থেকে কোন মডেলটি আপনার কেনার উচিত। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-
HTC AT-538 VS HTC AT-1210 স্পেসিফিকেশন
Item Name: | HTC AT-538 | HTC AT-1210 |
Brand: | HTC | HTC |
Charging time: | 8 hours | 8 hours |
Run Time: | up to 50 minutes | up to 45 minutes |
Cutting Length: | 1mm – 7mm | 1mm – 7mm |
Input Voltage: | 220-240v | 100-240v |
Color: | White & Black | Blue |
Body Materials: | ABS | Plastic |
Blade Material: | Stainless Steel | Stainless Steel |
Use Area: | Hair and Beard | Hair and Beard |
Made in: | China | China |
Includes: | 1x Trimmer 1x Cleaning brush 1x Oil 4x Adjustable combs 1x User manual | 1x Trimmer 1x Cleaning brush 1x Oil 4x Adjustable combs 1x User manual |
Price: | See the latest price | See the latest price |
ডিজাইন
কোন প্রোডাক্ট কেনার আগে আমরা সাধারনত কাজের দক্ষতার পাশাপাশি এর ডিজাইন ও ব্যবহারের সময় কেমন আরামদায়ক হবে সে বিষয়গুলোও বিশেষ বিচেনায় রাখি। আর একই দামে ও পারফর্মেন্সের মধ্যে ডিজান ভালো হলে যার ডিজাইন ভালো সেটি সাধারনত সবাই পছন্দ করে। সেদিক বিবেচনায়, HTC AT-538 VS HTC AT-1210 এভাবে বিবেচনা করলে দুটি ইলেকট্রিক ট্রিমারই উইন উইন সিচুয়েশনে থাকে। তবে আপনি যদি কালার কম্বিনেশনের কথা বলেন তাহলে ব্যাক্তিগত ভাবে আমাদের কাছে HTC AT-538 বেশি ভালো লেগেছে। পাশাপাশি এটি হাতে নিয়ে কাজ করতেও বেশি আরামদায়ক মনে হয়েছে।
ফিচার
HTC AT-538 এবং HTC AT-1210 এর কাজ ও কাটিং লেন্থ একই. উভয় ট্রিমার দিয়ে একই লেন্থে অর্থাৎ ১মিমি থেকে ৭মিমি আকারে দাড়ি ও চুল কাটা যায়। তবে উভয় ট্রিমার দিয়েই কম্ব বা চিরুনি ছাড়া ০.৫মিমি আকারে দাড়ি ও চুল কাটা যায়। আপনি যদি খোচা খোঁচা দাড়ি কিংবা ০.৫মিমি থেকে ৭মিমি আকারে চুল কাটতে কিংবা দাড়ি কাটতে চান তাহলে এই ট্রিমার দুইটির মধ্যে হতে যে কোন একটি বেছে নিতে পারেন।
চারজিং টাইম ও ব্যাকআপ
HTC AT-538 VS HTC AT-1210 তুলনা করে এদের চারজিং ব্যাকআপও একই অর্থাৎ উভয় ট্রিমারি একবার ফুল চার্জে ৩০ থেকে ৫০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যায়। তবে ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। আপনি যদি ব্যাক্তিগত ব্যবহারের জন্য বাজেটের মধ্যে একটি ট্রিমার খুঁজেন তাহলে যেকোন একটি ট্রিমার কিনতে পারেন। তবে আপনি যদি একটি সেলুনে বা পার্লারে ব্যবহারের জন্য একটি ট্রিমার খুঁজেন থাহলে এটি আপনার জন্য না।
HTC AT-538 VS HTC AT-1210 এর মধ্যে কে উইনার?
প্রিয় পাঠক, আপনারা আমাদের লেখাটি পরে ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে কোন ট্রিমারটির পারফর্মেন্স কেমন। এখন আপনি যেকোন একটি ট্রিমার কিনতে পারেন। তবে সবদিক বিবেচনা করলে বিশেষ করে ডিজাইনের কথা চিন্তা করলে HTC AT-538 আমার কাছে ভালো লেগেছে।
সম্মানিত পাঠক, বাংলাদেশের বাজারে সবথেকে কম দামে ভালো মানের ও অরিজিনাল ট্রিমার বা শেভার কিনতে ভিজিট করতে পারেন আমাদের অফিশিয়াল অনলাইন শপ।
আমাদের লেখা নিয়ে আপনার কোন মতামতা কিংবা জিজ্ঞাসা থাকলে লিখতে পারেন আমাদের কাছে।