সেরা ৫ টি দাড়ি কাটার মেশিন

ছেলেদের সৌন্দর্যের অনেকাংশে নির্ভর করে তাদের চুল এবং দাড়িতে। সাম্প্রতিক সময়ে দাড়ি রাখা একটি ট্রেন্ডে পরিনত হয়েছে। আর তাই নিজেকে পরিপাটি ও আকর্ষণীয় রাখতে দাড়ির প্রতি বিশেষ যত্ন নেওয়ার ব্যাপারেও ছেলেরা আগের তুলনায় এখনকার সময়ে অনেক বেশি সচেতন। দাড়ির যত্নে বিভিন্ন প্রকার প্রসাধনীর ব্যবহারও লক্ষ্য করা যায়। অনেকে আবার একটি নির্দিষ্ট সাইজে দাড়ি রাখতে পছন্দ করে। এছাড়াও দাড়িকে আকর্ষণীয় রাখতে নিয়মিত সাইজ করাও বেশ জরুরি। তবে সময়ের সাথে সাথে আমাদের দৈনন্দিন ব্যস্ততা বেড়ে যাওয়ার কারনে নিয়মিত সেলুনে গিয়ে দাড়ি কাটা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া শুধু দাড়ি সাইজ করার জন্য সেলুনে বেশ পয়সাও গুনতে হয়। ফলে অনেকের পক্ষে প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে দাড়ি সাইজ করাও সম্ভবও হয়ে ওঠে না। তবে বাসায় একটি দাড়ি কাটার মেশিন থাকলে কিন্তু এইসকল ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

সম্মানিত পাঠক, আপনিও যদি আমার মতো নিয়মিত সেলুনে না গিয়ে বাসায় বসেই একটি নির্দিষ্ট সাইজে দাড়ি কাটতে চান তাহলে আজকের লেখাটি আপনার জন্য। কারন আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের বাজারে থাকা সেরা ৫ টি দাড়ি কাটার মেশিন সম্পর্কে। সকলের কথা চিন্তা করে আমাদের লেখাটি সাজানো হয়েছে, যেখানে আমরা বিভিন্ন সাইজ ও দামের বিষয় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ট্রিমার বা দাড়ি কাটার মেশিনগুলোর চার্জিং টাইম এবং রান টাইম, কোয়ালিটি ইত্যাদি বিষয়গুলোর উপরও বিশেষভাবে খেয়াল করেছি।

Table of Contents

বাংলাদেশের বাজারে দাড়ি কাটার সেরা ৫টি মেশিন

১) Xiaomi MI 2C

শাওমি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের বাজারে শাওমির মোবাইলের পাশাপাশি অন্যান্য ইলেকট্রিক পন্য বিশেষ করে ট্রিমার বা দাড়ি ও চুল কাটার মেশিন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আপনি যদি দাড়ি কাটার জন্য একটি ভালো মানের মেশিন কেনার কথা চিন্তা করেন তাহলে প্রথমেই যে ট্রিমারটি বিবেচনা করতে পারেন সেটি হচ্ছে Xiaomi MI 2C. শাওমির এই ট্রিমারটি দাড়ি কাটার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আপনি যদি খোঁচা খোঁচা দাড়ি রাখতে চান বা একদম ক্লিন করতে না চান তাহলে এটি হতে পারে একটি পারফেক্ট সলিউসন। শাওমি এমআই ২সি দিয়ে ০.৫ মিমি থেকে ২০ মিমি আকারে আলাদা ৪০টি সাইজে চুল ও দাড়ি কাটতে পারবেন। একবার ফুল চার্জে এই চুল দাড়ি কাটার মেশিনটি ব্যবহার করা যাবে ৯০ মিনিট পর্যন্ত।

২) Kemei KM 233

বাংলাদেশের বাজারে সেরা দাড়ি কাটার মেশিনের তালিকায় কেমির ট্রিমার থাকবে না এটা কেমন যেন দেখায় না! বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ট্রিমার ব্র্যান্ডগুলোর মধ্যে কেমি অন্যতম। কেমি তাদের পূর্বের সকল প্রফেশনাল ট্রিমারের দামের রেকর্ড ভেঙ্গে ফেলেছে এই ট্রিমারট্রির মাধ্যমে। বাংলাদেশের বাজারে কেমি ৮০৯এ এবং কেমি কেএম ২৬০০ সর্বাধিক বিক্রি হওয়া ট্রিমারগুলোর মধ্যে অন্যতম। এই ট্রিমারগুলোর আদলে তৈরি Kemei KM-233 মাত্র ২ ঘণ্টা চার্জে ৯০ মিনিট পর্যন্ত চলতে পারে। দাম বিবেচনা করলেও বাজারে থাকা সবগুলো প্রফেশনাল চুল দাড়ি কাটার মেশিনের চেয়ে এই অনেকাংশে এগিয়ে।

৩) MI Enchen Boost

বাজেটের মধ্যে একটি দাড়ি কাটার মেশিন ক্রয় করার কথা ভাবছেন এবং তা অবশ্যই ভালো মানের হতে হবে! তাহলে আপনি Xiaomi MI Enchen Boost ট্রিমারটির বিবেচনা করতে পারেন। একবার ফুল চার্জে ৯০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে এই দাড়ি কাটার মেশিনটি। রয়েছে আলাদা আলাদা লেন্থ সেটিং। ফলে আপনি খুব সহজেই বিভিন্ন সাইজে চুল ও দাড়ি কাটতে পারবেন। চার্জ হতেও বেশ কম সময় লাগে। একবার ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা।

৪) Philips OneBlade

আপনি কি ক্লিন শেভ করার জন্য একটি ইলেকট্রিক দাড়ি কাটার মেশিন খুঁজছেন? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে আপনার জন্য ফিলিপ্স এর ওয়ানব্লেড। আকারে ছোট ফিলিপস ওয়ান ব্লেড দক্ষতার দিক থেকে কিন্তু বেশ এগিয়ে। পাশাপাশি Philips OneBlade ওয়াশ করা যাবে। তাই ব্যবহার শেষে পানি দিয়ে পরিষ্কার করাও বেশ সহজ। এটি মূলত একটি শেভার। আপনি চাইলে ফোম লাগিয়েও শেভ করতে পারবেন। দাড়ি কাটার মেশিনটির সাথে আলাদা তিনটি ব্লেড পেয়ে যাবেন।

৫) VGR V-937

দাড়ি কাটার জন্য এমন একটি মেশিন চাইছেন যেটি কিনা একবার ফুল চার্জে কয়েক ঘণ্টা ব্যবহার করা যাবে? তাহলে আপনি VGR V-937 ট্রিমারটি বিবেচনা করতে পারেন। একবার ফুল চার্জে ৪০০ থেকে ৫০০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে এই দাড়ি কাটার মেশিনটি। সাথে রয়েছে ইউএসবি টাইপসি চারজিং ক্যাবল, ডিস্প্লে। একাধিক কম্ব।

দাড়ি কাটার অন্যান্য ভালো মানের মেশিন

দাড়ি কাটার অন্যান্য ভালো মানের মেশিনগুলোর মধ্যে রয়েছে VGR V-937, Kemei KM-809a, Kemei KM-2600, Philips BT3212/15, Kemei Km-6330 ইত্যাদি।

সর্বশেষ

সম্মানিত পাঠক, আশা করছি আমাদের লেখা বাংলাদেশের বাজারে থাকা সেরা ট্রিমারের তালিকা আপনাকে একটি ভালো মানের ট্রিমার ক্রয় করার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তবে বাজারে বিভিন্ন দামের ও মানের দাড়ি কাটার মেশিন কিনতে পাওয়া যায়। আপনার চাহিদা ও বাজেট বিবেচনা করে আপনি একটি ট্রিমার বা চুল দাড়ি কাটার মেশিন পছন্দ করুন।

ট্রিমার ওয়ার্ল্ডে পেয়ে যাবেন অথেনটিক এবং অরিজিনাল ট্রিমার। কমদামে ভালো মানের ও অরিজিনাল দাড়ি কাটার মেশিন ক্রয় করতে ভিজিট করুন আপনাদের প্রিয় ট্রিমার ওয়ার্ল্ড।

Shopping Cart