ট্রিমার কেনার টিপস – যে ভুলগুলো এড়িয়ে চলা উচিৎ

বিজ্ঞানের কল্যানে প্রযুক্তি ও আমাদের দৈনন্দিন আমুল পরিবর্তন এসেছে। সেই সাথে বেড়ে গিয়েছে আমাদের দৈনন্দিন জীবনের কর্মব্যাস্ততা। ছেলেরা সাধারনত সেলুনে গিয়ে নাপিতের কাছ থেকে পছন্দমতো চুল কাটাতে পছন্দ করে। তবে বর্তমান সময়ের দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি এবং কর্মব্যাস্ততার কারনে নিয়মিত সেলুনে গিয়ে দাড়ি বা চুল কাটানো সম্ভব হয় না। আর একারনে অনেকেই বাসায় ব্যবহারের জন্য ইলেকট্রিক ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন ক্রয় করে বাসায় বসে নিজের দাড়ি সাইজ করে অথবা কাটেন। বাসায় ট্রিমার থাকার আরও একটি বিশেষ উপকার হচ্ছে বাসায় বাচ্চা বা ছোট ছেলে মেয়ে থাকলে সহজেই বাসায় বসে তাদের চুলও কেটে দেওয়া যায়। তবে ট্রিমার কেনার ট্রিমার কেনার টিপস এবং কেনার সময় যে বিষয়গুলোর দিয়ে বিশেষ মনোযোগ রাখা উচিৎ এবং কমন কিছু ভুল যা আপনার এড়িয়ে চলা উচিৎ। তবে অনলাইনে ট্রিমার কেনার টিপস ও সঠিক গাইডলাইন থাকার কারনে অনেকেই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।

অর্থ ও সময় বাঁচানোর জন্য ইলেকট্রিক ট্রিমার কিনতে গিয়ে আমরা কিছু কমন ভুল করে থাকি। যা আমাদের উপকারের পরিবর্তে বিপদের কারন হয়ে দাড়ায়। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো ট্রিমার কেনার টিপস এবং কেনার সময় যে বিষয়গুলোর দিয়ে বিশেষ মনোযোগ রাখা উচিৎ এবং কমন কিছু ভুল যা আপনার এড়িয়ে চলা উচিৎ।

সস্তা বা অল্প দামের ট্রিমার কেনা

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে – সস্তার তিন অবস্থা। পন্য কেনার সময় বাজেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা সবসময় সস্তায় প্রোডাক্ট খুঁজে। বাজারে ৪০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা বা এর বেশি দামেরও ট্রিমার কিনতে পাওয়া যায়। সকল ট্রিমারের কাজই হচ্ছে দাড়ি চুল কাটা। তবে এদের বিল্ড কোয়ালিটি, ম্যাটেরিয়ালস এবং চারজিং ব্যাকআপ অবশ্যই এক না। আপনি যদি ব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি ট্রিমার কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই ১২০০ টাকার উপরে বাজেট রাখুন। বাজারে ৫০০ বা ১০০০ টাকার নিচে যে সকল ট্রিমার কিনতে পাওয়া যায়, সেগুলোতে ব্যবহৃত উপকরনের গুনাগুন তুলনামূলক ভালো না। এছাড়াও অল্প দামি ট্রিমার বা চুল কাটার মেশিনের ব্লেডে অল্প দিনের মধ্যে মরিচা পড়ে যাওয়ার পাশাপাশি ধার শেষ হয়ে যায় এবং ব্যাটারির কার্যক্ষমতা দ্রুত হ্রাস পায়। আপনি যদি বাসায় ব্যবহারের জন্য একটি ভালো মানের ট্রিমার কেনার কথা চিন্তা করেন তাহলে ভিজিট করুন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রিমার শপ ট্রিমার ওয়ার্ল্ড।

নকল পন্য কেনা

বর্তমান সময়ে বিশেষ করে ইয়াং প্রজন্ম গ্রুমিং নিয়ে বেশ সচেতন তাই প্রায় প্রত্যেকেই বাসায় নিজের ব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি ট্রিমার রাখার চিন্তা করে। আর বাংলাদেশের বাজারে ট্রিমারের চাহিদা পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পাওয়ার কারনে বেশি মুনাফা লাভের আশায় নকল ও নিম্নমানের ট্রিমার নিয়ে এসেছে। আর এ কারনে চুড়ান্ত শ্রেনির ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ও প্রতারনার শিকার হচ্ছে। খালিচোখে দেখে আসল নকল বুজতে পারাও কষ্টকর হয়ে যায়। তার উপর ট্রিমার নিয়ে ধারনা কম থাকলে তো কথাই নেই। আপনি যদি ব্যাক্তিগত বা সেলুনে ব্যবহারের জন্য একটি অরিজিনাল ও ভালো মানের ট্রিমার কেনার কথা চিন্তা করেন তাহলে আপনি ভরসা রাখতে পারেন ট্রিমার ওয়ার্ল্ড এর উপর।

সাইজ না জানা

একেক জন একেক স্টাইলে ও সাইজে দাড়ি চুল কাটান। কেউ চুল ও দাড়ি বড় রাখতে পছন্দ করে কেউ বা আবার ছোট বা খোঁচা খোঁচা দাড়ি চুল রাখতে পছন্দ করে। বাজারের সকল ট্রিমারের কাজ কিন্তু চুল কাটা তবে একেক ট্রিমারের ফিচার একেক রকম। আপনি কোন বাজারে থাকা ট্রিমারগুলো দিয়ে সাধারনত জিরো থেকে ২০ মিমি আকারে দাড়ি চুল কাটা যায়। কোন ট্রিমার কেনার আগে ডেসক্রিপশন পরে বুজেশুনে ট্রিমার অর্ডার করুন।

সর্বশেষ

সম্মানিত ক্রেতা আপনি যেখান থেকেই পন্য ক্রয় করুন না কেন। অবশ্যই ভালো একটি বাজেট রাখুন এবং বিশ্বস্ত কোন শপ বা বিক্রেতার নিকট থেকে পন্য ক্রয় করুন।

ট্রিমার কেনার টিপস নিয়ে আমাদের লেখা আপনার কেমন লেগেছে এবং কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে লিখুন আমাদের কাছে।

Shopping Cart