বর্তমান সময়ে চুলের যত্নে মানুষ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে থাকে। চুলের পরিচর্যায় কিংবা স্টাইলিং এর জন্য হেয়ার ড্রায়ারের ব্যবহার ও জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। তবে আমাদের মধ্যে অনেকেই নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে জানে না। সম্মানিত পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চুল শুকানোর মেশিন বা হেয়ার হেয়ার ড্রায়ার ব্যবহারের উপকারিতা ও হেয়ার ড্রায়ার ব্যবহারের নিয়ম সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক –
Table of Contents
হেয়ার ড্রায়ার ব্যবহারের উপকারিতা
১) চুল দ্রুত শুকাতে কার্যকরী
যেহেতু ডিভাইসটির মূল কাজ চুল শুকানো তাই গোসলের পড়ে কিংবা যে কোন কারনে ভেজা চুল দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার কাজ করে থাকে। যা বিশেষ করে শীতকাল ও ব্যাস্ত সময়ে বেশ কার্যকরী। প্রাকৃতিকভাবে চুল শুকানোর তুলনায় হেয়ার ড্রায়ার দ্রুত কাজ করে, যা সময় ও পরিশ্রম কমিয়ে দেয়।
২) চুল স্টাইলিং
বিয়ের অনুষ্ঠান, বার্থডে, বিশেষ কোন দিনকে ঘিরে মানুষ বিভিন্ন স্টাইলে সাজতে পছন্দ করে। আর চেহারায় আলাদা আলাদা লুক নিয়ে আসতে হেয়ার কাট ও হেয়ার স্টাইল সবচেয়ে মুখ্য ভুমিকা পালন করে। বিভিন্ন হেয়ারস্টাইল তৈরি করতে হেয়ার ড্রায়ার অত্যন্ত কার্যকর। একটি হেয়ার ড্রায়ার ব্যবহার করে আপনি খুব সহজেই চুল স্ট্রেইট, কার্লি বা ভলিউমাইজ করতে পারবেন।
৩) চুলের ভলিউম বৃদ্ধি করে
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাতলা বা নিস্তেজ চুলের সমস্যায় ভুগছেন, তাদের জন্য হেয়ার ড্রায়ার দারুণ সমাধান হতে পারে। এতে থাকা হিট সেটিং ব্যবহার করে খুব সহজেই চুলের ভলিউম বাড়ানো যায়। এছাড়াও নিয়ম মেনে ও সঠিক ভাবে সঠিক তাপমাত্রায় চুল শুকানোর মেশিন বা হেয়ার ড্রায়ার ব্যাবহার করলে চুল ফ্রিজি হওয়া কমে যায় এবং চুল মসৃণ ও উজ্জ্বল দেখায়।
৪) মাথার ত্বকের যত্নে সহায়তা করে
আমাদের মধ্যে অনেকেরই ঠাণ্ডা জনিত সম্যসা রয়েছে। মাথার চুল অনেক সময়ে ভেজা থাকলে এই সমস্যা আরও বেড়ে যায়। এমনকি দীর্ঘদিন ঠাণ্ডা কাশি জনিত সমস্যায় ভুগতে হয়। তবে আপনি চাইলে খুব সহজেই হেয়ার ড্রায়ার ব্যবহার করে দ্রুত মাথা ও চুল শুকিয়ে নিতে পারেন যার ফলে ঠান্ডাজনিত সমস্যা কমে যাবে।
৫) হেয়ার প্রোডাক্ট কার্যকর করে
আজকাল আমরা অনেক অর্থ ব্যয় করে চুলের সৌন্দর্যের জন্য বিভিন্ন প্রকার হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তবে অনেক সময় এতো অর্থ ব্যবহার করেও টেকসই সমাধান পাওয়া যায় না। অনেক হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহারের পর চুল শুকাতে হয় বা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়। বিশেষজ্ঞদের মতে হেয়ার ড্রায়ারের সাহায্যে হেয়ার স্প্রে, মুস বা সিরাম ভালোভাবে চুলে সেট হয় এবং দীর্ঘস্থায়ী ফলাফল দেয়।
সঠিক দামে হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর মেশিন কিনতে ভিজিট করুন এখানে।
সতর্কতা: অতিরিক্ত তাপ চুলের ক্ষতি করতে পারে, তাই হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করা উচিত।
হেয়ার ড্রায়ার ব্যবহারের সঠিক নিয়ম
হেয়ার ড্রায়ার সঠিকভাবে ব্যবহার করলে চুল সুন্দর দেখায় এবং ক্ষতির সম্ভাবনাও কমে। চলুন এই পর্যায়ে ধাপে ধাপে হেয়ার ড্রায়ার ব্যবহারের নিয়মগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
চুল পরিষ্কার ও তোয়ালে দিয়ে শুকিয়ে নিন
হেয়ার ড্রায়ার ব্যবহারের আগে চুল ভালোভাবে পরিষ্কার করে নিন। বেশি ভেজা চুলে সরাসরি ড্রায়ার ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে, তাই তোয়ালে দিয়ে চুলের অতিরিক্ত পানি মুছে নিন।
হিট প্রোটেকশন ব্যবহার করুন
চুলের ক্ষতি কমানোর জন্য হিট প্রোটেকশন স্প্রে বা সিরাম ব্যবহার করা জরুরি। এটি চুলকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে এবং মসৃণ রাখে। তাই হেয়ার ড্রায়ার ব্যবহারের আগে হিট প্রোটেকশন ব্যবহার করুন।
সঠিক তাপমাত্রা সেট করুন
হেয়ার ড্রায়ার কেনার আগে অবশ্যই এর তাপমাত্রা বা হিট সেটিং দেখে নিন। আপনার চুল যদি পাতলা ও ক্ষতিগ্রস্ত তাহলে আপনার চুলের জন্য সবসময় লো সেটিং ব্যবহার করুন। আর স্বাভাবিক ও মাঝারি ঘন চুলের জন্য মিডিয়াম সেটিং উপযুক্ত। তবে মোটা ও ঘন চুলের জন্য হাই সেটিং ব্যবহার করা যেতে পারে, তবে দীর্ঘ সময় ধরে নয়।
চুলে সমানভাবে বাতাস দিন
চুলের এক জায়গায় বেশি সময় ধরে বাতাস না দিয়ে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকানোর মেশিন ব্যবহার করতে হবে। এতে চুলের ক্ষতি হয় না এবং সমানভাবে শুকিয়ে যায়।
ডিফিউজার ও কনসেনট্রেটর ব্যবহার করুন
কার্লি চুলের জন্য ডিফিউজার আদর্শ, কারণ এটি চুলের স্বাভাবিক ঢেউ ও কার্ল ঠিক রাখে। অপরদিকে কনসেনট্রেটর সোজা চুল বা নির্দিষ্ট স্টাইল তৈরি করতে সাহায্য করে।
কুল শট ব্যবহার করুন
হেয়ার ড্রায়ার ব্যবহার শেষে কুল শট বা ঠাণ্ডা বাতাস দিন। এটি চুলের কিউটিকল বন্ধ করে এবং ঠাণ্ডা বাতাস ব্যবহারের ফলে চুল চকচকে ও স্বাস্থ্যকর দেখায়।
সঠিক দূরত্ব বজায় রাখুন
হেয়ার ড্রায়ার চুল থেকে ৬-১০ ইঞ্চি দূরত্বে ধরে ব্যবহার করতে হবে। খুব কাছ থেকে ব্যবহার করলে চুল শুকিয়ে রুক্ষ ও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সম্মানিত পাঠক, প্রতিদিন হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলের আর্দ্রতা নষ্ট হতে পারে। তাই সপ্তাহে ২-৩ বার ব্যবহার করাই ভালো। হেয়ার ড্রায়ার ব্যবহারের উপকারিতা নিয়ে আমাদের লেখা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের লেখা নিয়ে আপনার কোন মতামত কিংবা পরামর্শ থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে।