কোরবানির ঈদে চুল কাটার নিয়ম – হাদিস অনুসারে

মুসলমানদের জন্য কোরবানি ঈদ খুবই তাৎপর্যপূর্ণ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মুসলিম ধর্মাবলম্বী লোকজন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানি পালন করে থাকে। কুরানিতে হালাল উপার্জনের অর্থ দিয়ে পশু ক্রয় করে বা লালাল পালন করে কুরবানি করার পাশাপাশি আরও কিছু নিয়ম কানুন অনুসরন করতে হয়। এগুলোর মধ্যে চুল ও নখ কাটা নিয়ে একটি নির্দেশনা রয়েছে। বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ হাদিসের আলোকে কুরবানির ঈদে চুল কাটার নিয়ম সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় পাঠক, চলুন এ পর্যায়ে কোরবানির ঈদে চুল কাটার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক-

হাদিস শরিফে এসেছে, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম বলেছেন যিনি কুরবানি দিতে চায় বা দিবেন তিনি যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগে চুল ও নখ না কাটে।

অর্থাৎ যদি এমন হয় আপনি কুরবানি দিতে চান বা দিবেন এবং আকাসে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে কিন্তু চুল ও নখ কাটেন নি তাহলে কোরবানি সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত চুল না কাটার জন্য বলা হয়েছে।

Table of Contents

বিভিন্ন হাদিস অনুসারে কোরবানির ঈদে চুল কাটার নির্দেশনা

সুনানে আবু দাউদ (২৭৯১) ও সহিহ মুসলিম (১৯৭৭) এর ভাষ্য অনুসারে কোরবানি ঈদে চুল কাটার বিষয়ে বলা হয়েছে – কেউ যদি জবাই করার জন্য কোন পশু প্রস্তুত রাখে এবং সে যিলহজ্জ মাসে প্রবেশ করে তখন সে যেন তার চুল ও নখ না কাটে যতক্ষণ না সে কোরবানি সম্পন্ন করে।

ইবনে মাজাহ শরিফ – ৩১৫০। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি যিলহজ্জ মাসের নতুন চাঁদ দেখে এবং কোরবানী করার ইচ্ছা রাখে, সে যেন তার চুল ও নখ না কাটে।

তবে খেয়াল রাখতে হবে নখ ও নাভির নিচের অবাঞ্ছিত লোমের বয়স যেন ৪০ দিনের অতিরিক্ত না হয়ে যায়।

প্রিয় পাঠক, বাসায় বসে চুল ও লজ্জা স্থানের অবাঞ্ছিত লোম কাটার জন্য একটি ইলেকট্রিক ট্রিমার বা শেভার ব্যবহার করতে পারেন। শেভার ও ট্রিমার কিনতে ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রিমার শপ ট্রিমার ওয়ার্ল্ড

উল্লেখ্য, উক্ত বিষয়টি বিভিন্ন প্রসিদ্ধ অনলাইন ইসলামিক ব্লগ ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং এখানে প্রকাশ করা হয়েছে।