ড্রাই হেয়ারের জন্য ৫টি হেয়ার প্যাক

ড্রাই হেয়ার বা শুষ্ক হেয়ার নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। আর সিল্কি চুল পাওয়ার জন্য বিভিন্ন হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। শুষ্ক চুল বা ড্রাই হেয়ার থেকে মুক্তি পেতে চাইলে আগে জানতে হবে শুষ্ক চুল বা ড্রাই হেয়ারের মূল কারন কি। ড্রাই হেয়ার প্যাক সম্পর্কে জানার আগে চলুন চুল শুষ্ক হওয়ার কারন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ড্রাই হেয়ার বা শুষ্ক চুলের কারন কি?

শুকনো চুল বা ড্রাই হেয়ার দেখে অনেকেই ভেবে থাকেন তাদের স্বাস্থ্যগত কিংবা অন্য কোন সমস্যা রয়েছে। আসলে বিষয়টি একদমই এরকম না। সূর্যের এক্সপোজার, হিট স্টাইলিং, লো কয়ালিটির হেয়ার প্রোডাক্ট ব্যবহার, নিয়মিত রাতে না ঘুমানো, আদ্রতা, ধূমপান সহ নানা কারনে আপনার চুল শুষ্ক বা ডাই হতে পারে। তবে নিয়মিত যত্নে আপনি আপনার নিস্তেজ চুলকে সতেজ করতে পারেন।

প্রিয় ভিজিটর আশা করছি আপনি এখন জানেন ড্রাই হেয়ারের আসল কারন কি। চলুন এ পর্যায়ে ড্রাই হেয়ারের জন্য কয়েকটি হেয়ায়র প্যাক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. মধু এবং নারিকেল তেলের হেয়ার প্যাক

চুলের যত্নে আমাদের মা দাদিরা বছরের পর বছর নারিকেল ব্যবহার করে আসছে। আর মধুর বহুমাত্রিক গুনের কথা আমাদের সবারই কম বেশি জানা আছে। নারিকেল তেলে রয়েছে ফ্যাটি এসিড যা কিনা আপনার চুলকে নরম করে এবং চুল ভেঙ্গে যাওয়া বা ফাটা থেকে রক্ষা করে। অপরদিকে মধু চুলকে ময়েশ্চারাইজ করে এবং চকচকে করে। আপনার চুল যদি অতিরিক্ত শুষ্ক এবং ঝরঝরে থাকে তবে এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন।

যেভাবে মধু ও নারিকেল তেল দিয়ে হেয়ার প্যাক বানাবেন;

একটি পরিষ্কার বাটিতে পরিমানমতো নারিকেল তেল এবং মধু নিন। মধু ও নারিকেল তেল ভালোভাবে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগান ঠিক যেভাবে মাথায় তেল দেয়। ১৫-২০ মিনিট পর পরিষ্কার পানি ও হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. অলিভ অয়েল, ডিম, এবং মেয়োনিজের হেয়ার প্যাক

কি অবাক হলে মেয়োনিজ দিয়ে আবার কিভাবে হেয়ার প্যাক বানাবেন তাও আবার ড্রাই হেয়ারের জন্য! জি হ্যাঁ মেয়োনিজ শুধু খেতেই সুস্বাদু না চুলের যত্নেও দারুন কাজ করে। অলিভ অয়েল এবং ডিমের উচ্চ প্রটিনের সাথে মেয়োনিজ আপনার চুলের খাদ মেরামত করার পাশাপাশি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুল লম্বা করতেও দারুন কাজ করে।

পদ্ধতি; প্রায় তিনটি ডিমের কুসুম নিন এবং আধা কাপ অলিভ অয়েল নিন সাথে এক কাপ মেয়োনিজ নিয়ে একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত রেখে ১৫-২০ মিনিট রাখুন এবং হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩. কলা, মধু এবং দইয়ের হেয়ার প্যাক

কলায় রয়েছে প্রচুর পরিমান পটাশিয়াম, কার্বোহাইড্রেট এবং ভিটামিন যা নিস্তেজ চুলকে সতেজ করতে খুবই কার্যকরী। এছাড়া মধ প্রয়োজনীয় আদ্রতা এবং দীপ্তি যগ করে। আর দইয়ে থাকা ফ্যাটি এসিড চুল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে।

একটি পাকা কলা চূর্ণ (কচলিয়ে) করে নিন সাথে এক চামচ দই এবং মধু নিন। এবার কলা, মধু এবং দই একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুল সামান্য ভিজিয়ে নিয়ে কলা, মধু এবং দইয়ের সাহায্যে বানানো পেস্টটি লাগান। ভালো ফলাফল পেতে হেয়ার প্যাক লাগানোর পর শাওয়ার ক্যাপ পরুন। ২০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

৪. লেবু ও ডিমের হেয়ার প্যাক

ডিমে থাকা প্রচুর পরিমান প্রোটিন চুলকে মজবুত করতে দারুন কাজ করে এবং পুষ্টি যোগায়। অপরদিকে লেবুতে থাকা ফ্যাটি এসিড এবং ভিটামিন এ, ডি, ই যা মাথার ত্বকে তেলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

ডিম থেকে কুসুম আলাদা করে ডিমে সাদা অংশ নিন এবং অর্ধেক পরিমান লেবুর রস নিয়ে একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এ পর্যায়ে চুল ভিজিয়ে নিন এবং পেস্টটি চুলে প্রয়োগ করুন। এভাবে ৪৫ মিনিট রেখে দিন। এরপর হালকা শ্যাম্পু ও ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাওয়ার জন্য পেস্ট চুলে এপ্লাই করার পর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন।

৫. মেথির হেয়ার প্যাক

মেথি শুধু খাবারের স্বাদই বাড়ায় না। চুলের যত্নেও মেথির বেশ সুনাম রয়েছে। চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে মেথি ব্যবহার করুন।

প্রথমে পরিমান মতো মেথি ভালো করে ধুয়ে নিন। এর পর একটি বাটিতে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ছেকে নিন এবং বেটে বা বেলেন্ড করে পেস্টের মতো বানিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

সর্বশেষ

প্রিয় ভিজিটর, শুষ্ক চুল বা ড্রাই হেয়ারের জন্য এখানে আমরা বেশ কয়েকটি প্যাক সম্পর্কে আপনাদের জানিয়েছি। এখান থেকে যে কোন একটি আপনার চুলে এপ্লাই করুন। এক বা দুই দিনে তেমন কোন পরিবর্তন চোখে না পড়লেও ২-৩ সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। আবারও বলছি একই সাথে সবগুলো প্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন যে কোন একটি এপ্লাই করুন।

আরও পরুনঃ চুল ঘন করার উপায় সম্পর্কে বিস্তারিত

আমাদের লেখাটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনাদের কোন মতামত কিংবা অভিযগ বা পরামর্শ থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর চুলে অধিকারী হোন।

Shopping Cart
Scroll to Top