ট্রিমার চার্জ দেওয়ার সঠিক নিয়ম কি?

ট্রিমার চার্জ দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে সম্পূর্ণ লেখাটি পরুন এবং এই নিয়মে নিয়মিত চার্জ করুন।

একটা সময় ছিলো সিজার বা কাঁচির সাহায্যে দাড়ি চুল কাটা হতো। আর ক্লিন শেভ করতে চাইলে খুর বা ব্লেড ব্যবহার করার লাগতো। প্রযুক্তির কল্যানে ইলেকট্রিক দাড়ি চুল কাটার মেশিনের আবিষ্কার হয়েছে। আর বর্তমান সময়ে মানুষের মধ্যে ফ্যাশন সচেতনতা ও পার্সোনাল কেয়ারের চর্চা বৃদ্ধি পাওয়ার কারনে ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও দৈনন্দিন ব্যস্ততা বেড়ে যাওয়া ও সেলুনে গিয়ে দাড়ি চুল কাটার খরচ তুলনামূলক বৃদ্ধি পাওয়ার কারনে অনেকেই বাসায় নিজের জন্য একটি ট্রিমার সংগ্রহে রাখে।

ইলেকট্রিক ট্রিমার যেহেতু নিত্য নতুন কেনা সম্ভব না সেহেতু একটি ভালো মানের ট্রিমার কেনাই উত্তম। যা কিনা একটানা নুন্যতম ১ থেকে ২ বছর করা যায়। বাজারে প্রায় এক ডজন ব্রান্ডের কয়েকশত মডেলের ইলেক্ট্রিক ট্রিমার ও শেভার পাওয়া যায়। আমাদের মধ্যে প্রায় সবাই ই সস্তায় পন্য কেনার পক্ষে। তবে কিছু কিছু জিনিস সস্তায় পাওয়া গেলেও কেনা উচিত না। তাই আমাদের পরামর্শ থাকবে ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে একটি দাড়ি চুল কাটার মেশিন ক্রয় করার। তবে আপনার বাজেট আরও বেশি থেকে থাকলে অবশ্যই বেশি দামের পন্য কিনতে পারেন।

এবার আসা যাক মূল আলোচনায়। আপনি যতো বেশি দাম দিয়েই ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন ক্রয় করেন না কেন। নিয়মিত অযত্ন অবহেলা এবং সঠিক নিয়মে চার্জ না করার কারনে আপনার শখের ও দৈনন্দিন জীবনে খুবই উপকারী এই গেজেটটি নষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো ট্রিমার চার্জ দেওয়ার সঠিক নিয়ম কি সে সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-

লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে

আপনার ইলেকট্রিক ট্রিমারটির ব্যাটারি যদি লিথিয়াম-আয়ন হয়ে থাকে তবে ব্যাটারির চার্জ ২০%-৮০% এর মধ্যে রাখুন। অর্থাৎ যদি সম্ভব হয় ব্যাটারি ২০%-এর নিচে নামার আগে চার্জ দিন এবং ৮০%-এ পৌঁছানোর পরে চার্জ বন্ধ করুন। কারন লিথিয়াম-আয়ন ব্যাটারি ১০০% পর্যন্ত চার্জ করা যেতে পারে, তবে ২০%-৮০% এর মধ্যে চার্জ রাখা ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব বাড়ায়।

নিকেল-ক্যাডমিয়াম (NiCd) ব্যাটারির ক্ষেত্রে

পুরাতন মডেলের ট্রিমারগুলোতে নিকেল-ক্যাডমিয়াম ব্যাটারি বা নিকেল-মেটাল হাইড্রাইড ব্যাটারি ব্যবহার করা হতো। আপনার ডিভাইসের ব্যাটারি যদি নিকেল-মেটাল হাইড্রাইড হয়ে থাকে তবে ব্যাটারিটি প্রায় পুরোপুরি ব্যবহার করার পরে চার্জ করুন। ব্যাটারি ১০%-২০% পর্যন্ত ডিসচার্জ হতে দিন এবং প্রতিবার পুরোপুরি অর্থাৎ ১০০% চার্জ করুন।

দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করার সময়

অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন ব্যবহার করি না। যদি দীর্ঘ সময়ের জন্য ট্রিমার সংরক্ষণ করতে চান তাহলে ব্যাটারিটি প্রায় ৫০%-৭০% চার্জ করে রাখুন।

প্রথমবার ট্রিমার চার্জ করার নিয়ম

আপনার নতুন ট্রিমারটি প্রথমবার ব্যবহার করার আগে পুরোপুরি চার্জ করুন। সাধারণত এটি ১–১২ ঘণ্টা সময় নিতে পারে, তবে এটি মডেলের উপর নির্ভর করে। বক্সের গায়ে অথবা প্রোডাক্ট ডেসক্রিপশনে এর চারজিং টাইম ও রান টাইম সম্পর্কে লেখা থাকে। আর আপনি চাইলে বিক্রেতার কাছ থেকে জিজ্ঞাস করে জেনেও নিতে পারেন।

চার্জ করার সঠিক পরিবেশ

ঠান্ডা ও শুষ্ক স্থানে ট্রিমারটি চার্জ করুন। খুব গরম পরিবেশে চার্জ করা থেকে বিরত থাকুন, কারণ এটি ব্যাটারির আয়ুষ্কাল কমাতে পারে।

ইউজার ম্যানুয়াল অনুসরন করুন

আপনি যে ট্রিমারটি ক্রয় করবেন সেটির সাথে একটি নির্দেশিকা বা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। সেখানে চার্জ করা এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে।

সর্বশেষ

সম্মানিত পাঠক, কিছু ট্রিমারে অতিরিক্ত চার্জ প্রতিরোধের সুবিধা থাকে। তবে, এটি নির্ভরযোগ্য নয়, তাই সময়মতো চার্জ বন্ধ করুন। যত্ন করলে প্রায় সবজিনিসই ভালো ফলাফল দেয়। আপনি আপনার টাকা দিয়ে ক্রয় করা পন্যের যত্ন নিলে বেশি দিন ব্যবহার করার সুযোগ পাবেন।

Leave a Comment

Shopping Cart
Scroll to Top