বাংলাদেশের ট্রিমারের বাজারে যে কয়েকটি পরিচিত ট্রিমার ব্র্যান্ড রয়েছে সেগুলোর মধ্যে কেমেই অন্যতম। সাম্প্রতিক কেমেই বাজারে বেশ কয়েকটি নতুন মডেলের ট্রিমারও নিয়ে এসেছে। নতুন মডেলগুলোর মধ্যে Kemei KM-1113 ট্রিমারটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বলে দাবি করা হয়। প্রিয় পাঠক, আপনারা যারা কেমেই ব্র্যান্ডের এই নতুন দাড়ি ও চুল কাটার মেশিনটি ক্রয় করতে চান বা এটি সম্পর্কে জানতে চান এর কোয়ালিটি কেমন হবে, চার্জিং ব্যাকআপ এবং দাম কেমন হবে তাদের জন্য আমাদের আজকের আয়োজন। প্রিয় পাঠক, আজকে আমরা Kemei KM-1113 ট্রিমার রিভিউ করবো এবং আমাদের লেখার মাধ্যমে আপনাদের সাথে ট্রিমারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধারনা দেওয়ার চেষ্টা করবো এর ডিজাইন, দাম, কাটিং লেন্থ এবং চার্জ ও রান টাইম সম্পর্কে।
Table of Contents
- স্পেসিফিকেশন
- ডিজাইন
- পাওয়ার
- চার্জিং ব্যাকআপ ও রান টাইম
- কাটিং লেন্থ
- দাম
- Kemei KM-1113 এর বিকল্প
- Kemei KM-1113 ট্রিমার সম্পর্কে আমাদের রিভিউ
- সর্বশেষ
স্পেসিফিকেশন
Brand | Kemei |
Model | KM-1113 |
Run Time | over 90 minutes |
Charging Time | 2 hours |
Battery Type | 1200mAh |
Power | 5W |
Charge | USB Type-C. USB Connect with adapter. 5V=1A |
Motor | Operating Voltage:3.7V |
Material | Stainless Steel and ABS |
Cutting Length | 0 – 5 mm |
Item Weight | 162 Grams |
ডিজাইন
আমরা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছি, প্রায় সকল ট্রিমার ব্র্যান্ডই পাওয়ার এবং ফিচার আপগ্রেড করার পাশাপাশি ডিজাইনের দিকেও বেশ গুরুত্ব দিচ্ছে। Kemei KM-1113 ট্রিয়ামটির ডিজাইন কেমেইর পূর্বের প্রায় সকল ট্রিমারের থেকে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব সহজেই হাতে নিয়ে দীর্ঘ সময় কাজ করা যায়। উন্নত মানের এবিএস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ট্রিমারটিতে রয়েছে একটি পাওয়ার বাটন, চারজিং ডিসপ্লে। এবং এর হেডের একটু নিচে মেটালের একটি রাউন্ড দেওয়া হয়েছে যা ট্রিমারটিকে বেশ শক্ত পোক্ত মনে হচ্ছে। আর এর ফলে এটি হাত থেকে পরে গেলে সহজে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা কম। চার্জিং ডিসপ্লের সাহায্যে সহজেই আপনি এতে কতো পারসেন্ট চার্জ আছে বা চার্জ হয়েছে সেটি দেখতে পাবেন।
পাওয়ার
Kemei KM-1113 ট্রিমারটিতে রয়ছে একটি ১২০০ এমএএইচ Lithium Ion ব্যাটারি। কেমেই কেএম ১১১৩ ট্রিমারটি চার্জ করার রয়েছে একটি ইউএসবি পোর্ট। আর চার্জ করার জন্য বক্সের সাথেই পেয়ে যাবেন একটি ইউএসবি টাইপ-সি ক্যাবল। তবে থাকছে না কোন এডাপটার। যে কোন ৫ ওয়াটারের এডাপটারের সাহায্যে আপনি এটি চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের চার্জার ব্যবহার করতে পারেন।
চার্জিং ব্যাকআপ ও রান টাইম
কেমেই কেএম ১১১৩ ট্রিমারটি একবার ফুল চার্জ হতে সময় লাগে ২ ঘণ্টা এবং একবার ফুল চার্জে এই ট্রিমারটি ৯০ মিনিট পর্যন্ত ব্যাবহার করা যাবে। আপনি যদি বাসা কিংবা সেলুনে ব্যবহারের জন্য একটি দাড়ি বা চুল কাটার মেশিন কেনার কথা ভাবেন তাহলে আপনি এটি বিবেচনা করতে পারেন।
কাটিং লেন্থ
Kemei KM-1113 ট্রিমাটিতে ব্যবহার করা হয়েছে একটি উন্নত মানের টি আকৃতির স্টেইনলেস ষ্টীলের ব্লেড যা খুবই তীক্ষ্ণ। অত্যন্ত লো নয়েজের এই ট্রিমারটির সাহায্যে আপনি জিরো (০) মিমি থেকে সর্বোচ্চ ৫ মিমি আকারে দাড়ি ও চুল কাটতে পারবেন। ট্রিমারটির সাথে থাকছে অতিরিক্ত ৩ টি কম্ব। যার সাহয্যে আপনি চাইলে খুব সহজেই বিভিন্ন সাইজে চুল কিংবা দাড়ি কাটতে পারবেন।
দাম
কেমেই কেএম ১১১৩ ট্রিমারটির বর্তমান দাম জানতে ভিজিট করুন Price এখানে।
Kemei KM-1113 এর বিকল্প
বাজারে Kemei KM-1113 এর বিকল্প বা একই দামে বেশ কয়েকটি ট্রিমার রয়েছে। যেমন- VGR V-937, Kemei KM-600, Kemei KM-809a, Xiaomi MI 2c, Xiaomi MI Grooming Kit, Xiaomi Grooming Kit Pro ইত্যাদি।
Kemei KM-1113 ট্রিমার সম্পর্কে আমাদের রিভিউ
সম্মানিত পাঠক, ডিজাইন, চার্জিং টাইম ও রান টাইম বিবেচনায় কেমেই এর ট্রিমারটি আমাদের কাছে বেশ ভালো ও মানসম্মত মনে হয়েছে। আপনি যদি আপনার দাড়ি কিংবা চুলের সাইজ ৫ মিমি বা এর কম রাখতে চান তাহলে আপনি এই ট্রিমারটি ক্রয় করতে পারেন। তবে আপনি যদি আপনার চুল ৫ মিমি থেকে বড় রাখতে পছন্দ করেন তাহলে এটি আপনার জন্য না।
সর্বশেষ
সম্মানিত পাঠক, আশা করছি kemei KM-1113 ট্রিমার রিভিউ আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাকে ট্রিমারটি সম্পর্কে সুস্পষ্ট ধারনা দিতে সক্ষম হয়েছি। আপনার বাজেট এবং প্রয়োজন বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিন কোন ট্রিমারটি আপনার জন্য সেরা।
আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে লিখতে পারেন আমাদের কাছে। বাজারের সবচেয়ে কম দামে অরিজিনাল ট্রিমার কিনতে ভিজিট করুন আপনাদের প্রিয় ট্রিমার ওয়ার্ল্ড।