HTC AT-528 Trimmer Bangla Review

HTC AT-528 Trimmer Review: বাংলাদেশের বাজারে থাকা বিভিন্ন ইলেকট্রিক ট্রিমার ব্রান্ডগুলোর মধ্যে এইচটিসি অন্যতম। দামে তুলনামূলক সস্তা হওয়ায় এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য HTC এর বিভিন্ন ট্রিমারগুলোর মধ্যে AT-528 এর চাহিদা বেশ খানিকটা এগিয়ে। প্রিয় পাঠক, আপনি যদি HTC AT-528 ট্রিমারটি কেনার কথা চিন্তা করে থাকেন এবং এটির সার্ভিস কেমন হবে সেটি নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনি সঠিক যায়গায় এসেছেন। আজকের এই লেখাজুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো HTC AT-528 টির বিভিন্ন ফিচার, এটি দিয়ে কি কি কাজ করতে পারবেন। পাশাপাশি HTC AT-528 ট্রিমারটির ভালো এবং খারাপ দিক। আশা করছি আমাদের এই রিভিউ আর্টিকেলটি HTC AT-528 কেনার বিষয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-

স্পেসিফিকেশন

ব্র্যান্ডHTC
মডেলAT-528
ধরনকর্ডলেস
চার্জিং টাইম৮ ঘণ্টা
রানিং টাইম৩০ থেকে ৫০ মিনিট
উপদানABS+ষ্টীল
রেঞ্জ০.৫মিমি-১২মিমি
পাওয়ার 3W
AT-528 স্পেসিফিকেশন

ফিচার

শার্প ব্লেড

HTC AT-528 ট্রিমারটির ব্লেড উন্নত মানের স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। যা আপনার আপনার দাড়ি কিংবা চুল ছাঁটা এবং স্টাইল করতে সাহায্য করবে। স্টেইনলেস স্টিলের তৈরি হওয়ার কারনে মরিচা ধরার সম্ভাবনা নেই।

কর্ডলেস

এইচটিসির এই ইলেকট্রিক ট্রিমারটিতে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফলে আপনাকে বিদ্যুতের লাইনে লাগিয়ে কাজ করতে হবে না। ফলে বিদ্যুৎ না থাকলেও কোন সমস্যা নেই।

চারজিং ইন্ডিকেটর

এতে থাকা চারজিং ইন্ডিকেটর কি পরিমান চার্জ অবশিষ্ট আছে এবং চার্জ হচ্চে কিনা সেটি বুজতে সাহায্য করবে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

ট্রিমারটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা একটি আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে। ফলে খুব সহজেই নিজের হাত দিয়ে চুল ও দাড়ি কাটা যায়। HTC AT-528 ট্রিমারটির বডি প্লাস্টিকের তৈরি এবং মাথার অংশে (ব্লেড) উন্নতমানের স্টেইনলেস ষ্টীল ব্যবহার করা হয়েছে। যা মরিচা ধরা কিংবা পানিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা হ্রাস করে।

পারফর্মেন্স

ট্রিমারটিতে থাকা ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে। আর একবার ফুল চার্জ হয়ে গেলে আপনি ৪৫ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

সর্বশেষ

এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি HTC AT-528 ট্রিমারটি কেনা উচিত? বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলোতে কিছু সীমাবদ্ধতা থাকবে এটা স্বাভাবিক। HTC AT-528 ট্রিমারটি ফুল চার্জ হতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে। চার্জিং টাইম কম হলে অনেকে জন্য আরও বেশি সুবিধা হতো। তবে ৫০০ টাকা বা এর কাছাকাছি বাজেটের ট্রিমারগুলোতে চারজিং টাইম এমনই হয়ে থাকে। তবে লাইটওয়েট এই ট্রিমারটি দিয়ে সহজেই চুল কিংবা দাড়ি কাটা ও ছাঁটতে পারবেন। পাশাপাশি ট্রিমারটি বেশ টেকসই ও শার্প। তাই আপনি যদি একটি বাজেট ফ্রেন্ডলি ট্রিমার কেনার কথা ভাবেন বা আপনার বাজেট ১০০০ টাকার কম হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে HTC AT-528 ট্রিমারটি কিনতে পারেন।

প্রিয় পাঠক, আশা করছি আমাদের লেখা HTC AT-528 Trimmer Review আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

Shopping Cart
Scroll to Top