১০০০ টাকার কম দামে ভালো মানের ৫ টি ট্রিমার

আমাদের পরিপাটি রাখতে আমরা বিভিন্ন গ্রুমিং টুলসের সাহায্য নিয়ে থাকি। এই এদের মধ্যে ট্রিমার অন্যতম। সাধারণত সেলুনে গিয়ে নাপিতে সাহায্য নিয়ে আমরা আমাদের চুল বা দাড়ি কাটাই। তবে সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে এবং নিয়মিত সেলুনে যাওয়া ব্যয়বহুল হওয়ার করনে অনেকেই বাসায় বসে নিজে নিজের চুল কিংবা দাড়ি সাইজ করে নেয়। এছাড়াও বাচ্চাদের চুল কাটার জন্যও বাবা-মা বা বাসার লোকজন ট্রিমার ব্যবহার করে থাকে। সময়ে সাথে পাল্লা দিয়ে আধুনিক ট্রিমার বিভিন্ন ফিচারযুক্ত হয়েছে। বাজারের যেমনি ৫০০ কিংবা ১০০০ টাকার মধ্যে ট্রিমার কিনতে পাওয়া যায় তেমনি ১০ কিংবা ১৫ হাজার টাকা দামেরও ট্রিমার কিনতে পাওয়া যায়। তবে একটু যাচাই বাছাই করলে আপনিও কিন্ত খুবই কম দামে একটি ভালো মানের ট্রিমার ক্রয় করতে পারেন।

প্রিয় পাঠক, আপনারা যারা বাজেটের মধ্যে বিশেষ করে ১ হাজার টাকা বা ১০০০ টাকার আশেপাশে একটি ভালো মানের ট্রিমার খুঁজছি আজকের লেখাটি তাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ১০০০ টাকা বাজেটের ভালো মানের কোন কোন ট্রিমারগুলো রয়েছে।

১০০০ টাকার কম দামে ৫টি ভালো মানের ট্রিমার

প্রিয় পাঠক, এ পর্যায়ে চলুন বাংলাদেশের বাজারে থাকে কম দামে ভালো মানের কয়েকটি ট্রিমার সম্পর্কে জেনে নেওয়া যাক-

১) কেমেই কেএম ৬৩৩০ – Kemei KM 6330

বাংলাদেশের বাজারে যতগুলো ট্রিমার কোম্পানির ট্রিমার পাওয়া যায় সেগুলোর মধ্যে কেমেই অন্যতম। দামে কম এবং আকর্ষণীয় সব ফিচারের জন্য খুব অল্প সময়ের মধ্যেই এই ট্রিমার ব্র্যান্ডটি জনপ্রিয়তা পেয়েছে। বাজারের Kemei এর বিভিন্ন বাজেট রেঞ্জে কয়কে ডজন ট্রিমার কিনতে পাওয়া যায়।আপনি যদি ১ হাজার টাকা বা এর আশেপাশে একটি ভালো মানের ট্রিমার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি এই ট্রিমারটি বিবচেনা করতে পারেন। কেমেই কেএম ৬৩৩০ ট্রিমারটি দিয়ে আপনি একই সাথে নাকের লোম, বগল, চুল ও দাড়ি কাটতে পারবেন। এতে আলাদা তিনটি হেড পেয়ে যাবেন। সে হিসেবে বগল এবং নাকের চুল কাটার ট্রিমার হিসেবেও ব্যবহার করতে পারবেন। কেমেই কেএম ৬৩৩০ গ্রুমিং কিটটিতে রয়েছে একটি রিচার্জেবল ব্যাটারি যা একবার ফুল চার্জে এক ঘণ্টা ব্যবহার করা যাবে। তবে চার্জে লাগিয়ে ব্যবহার করা যাবে না। এতে ট্রিমারের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। একবার ফুল চার্জ হতে সময় লাগে ৮ ঘণ্টা। সাথে থাকছে চারজার ক্যবল, ক্লিনিং ব্রাশ, কম্ব বা ট্রিমারের দাঁত।

২) এইচটিসি এটি-৫৩৮ HTC AT-538

বাংলাদেশের বাজেট রেঞ্জের ট্রিমারের বাজারে আরেকটি পরিচিত নাম এইচটিসি। আপনার বাজেট যদি ১ হাজার টাকার কম হয়ে থাকে এবং আপনি আপনার নিজের বা ছোট সোনামণির মাথার চুল কাটার জন্য একটি ট্রিমার খুঁজেন তাহলে আপনি এইচটিসি এটি-৫৩৮ HTC AT-538 ট্রিমারটি দেখতে পারেন। এই রিচার্জেবল গ্রুমিং কিটটি একবার ফুল চার্জে ৪৫ থেকে ৬০ মিনিট পর্যন্ত চলবে। এর প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন ৪ টি দাঁত/কম্ব (চিরুনি), পরিষ্কার করার জন্য একটি ব্রাশ, এবং একটি চার্জার ক্যাবল। ট্রিমারটির ব্লেড স্টেইনলেস ষ্টীল দিয়ে তৈরি। এছাড়াও এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব সহজেই হাতে ধরে অনেক সময় কাজ করা যায়।

৩) কেমেই কেএম ৩৯০৯ Kemei KM-3909

১ হাজার টাকা বাজেট রেঞ্জের ট্রিমারের লিস্টে এখন যে ট্রিমারটি রয়েছে এর নাম হচ্ছে কেমেই কেএম ৩৯০৯ Kemei KM3909। কেমেই ব্রান্ডের এই টিমারটি আপনার বেসিক ট্রিমারের চেয়ে সামান্য একটি এগিয়ে। কারণ এটি একই সাথে এসি ডিসি সাপোর্ট করে। অর্থাৎ চার্জ দিয়ে কিংবা সরাসরি বিদ্যুতের লাইনে লাগিয়েও এটি ব্যবহার করা যাবে। একবার ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। ট্রিমারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটানা অনেক সময় হাতে রেখে ব্যবহার করা যায়। ০.৫ থেকে শুরু করে ১০ মিমি আকারে চুল কিংবা দাড়ি কাটা যাবে।

৪) এইচটিসি এটি ১৭৯

সম্মানিত পাঠক, আপনার বাজেট যদি ১ হাজার টাকা থেকে সামান্য একটু বেশি কিন্তু ১৫০০ টাকার কম হয়ে থাকে তাহলে এইচটিসি এটি ১৭৯ HTC AT-179 ট্রিমারটি আপনার জন্য। ট্রিমারটির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে এতে থাকা টাইপসি চারজিং পোর্ট। যা ফাস্ট চারজিং সাপোর্ট করে ফলে চার্জ হতে তুলনামূলক কম সময় লাগে। একবার ফুল চার্জ হতে সময় লাগে ৯০ মিনিট। মাত্র ৯০ মিনিট ফুল চার্জে একটানা ৬০ মিনিট চলবে। এছাড়াও মেটাল বডি হওয়ায় হাত থেকে পড়ে গিয়ে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

৫) কেমেই কেএম ৫০১৭

১ হাজার টাকা বাজেটের সর্বশেষ যে ট্রিমারটি থাকছে সেটি হচ্ছে কেমেই কেএম ৫০১৭। একবার ফুল চার্জে কেমেই ব্রান্ডের এই ট্রিমারটি দিয়ে একটানা ৪৫-৬০ মিনিট দাড়ি কিংবা চুল কাটা যাবে। এই ট্রিমারের সাথে একটি বড়সর আকারের চার্জার পেয়ে যাবেন তবে এটি চার্জে লাগিয়ে ব্যবহারের জন্য না। ফুল চাজ হয়ে থেকে এরপর ব্যবহার করা ভালো। ট্রিমারটির ব্লেড তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের স্টেইনলেস ষ্টীল। সিম্পল ডিজাইনের এই ট্রিমারটিতে থাকছে আলাদা সাইজে চুল কাটার জন্য কম্ব/চিরুনি।

সর্বশেষ

সম্মানিত পাঠক, অনেকের কাছে ১০০০ টাকার পন্য অনেক কম দামের মনে হতে পারে আবার অনেকের কাছে ১০০০ টাকা খুবই মূল্যবান। আমার কাছেও অনেক মুল্যবান। যাহোক কম দামে ভালো মানের ট্রিমার পাওয়া গেলে খারাপ তো কিছুই না বং ভালো। প্রিয় পাঠক, ১০০০ টাকা বা এর আশেপাশে বাজেটের কোন ট্রিমারটি আপনার পছন্দ হয়েছে? আপনার বাজেট এবং প্রয়োজনীয় ফিচার, চারজিং টাইম, রানিং টাইম সবকিছু বিবেচনা করে যে ট্রিমারটি আপনার পছন্দ হয় সেটি নিয়ে নিন।

কিভাবে আপনার ট্রিমারের যত্ন নিবেন সে বিষয়ে ট্রিমার ওয়ার্ল্ডে প্রকাশিত – ট্রিমারের যত্ন লেখাটি পড়ুন এখানে।

Shopping Cart
Scroll to Top