কেমি কেএম-৮০৯এ ট্রিমার রিভিউ – ফিচার সমূহ, দুর্বল দিক

কেএম-৮০৯এ ট্রিমার হল কেমেই (Kemei) ব্র্যান্ডের একটি রিচার্জেবল হেয়ার ক্লিপার ও ট্রিমার মডেল। এটি চুল এবং দাড়ি ছাঁটার জন্য ব্যবহৃত হয়, যাতে রয়েছে শক্তিশালী মোটর, স্টেইনলেস স্টিলের ব্লেড এবং একটি ডিসপ্লে রয়েছে যা দিয়ে আপনি খুব সহজেই দেখতে পারবেন, আপনার ট্রিমারটিতে কি পরিমান চার্জ রয়েছে। প্রিয় পাঠক, আ কের লেখাজুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো কেমি কেএম ৮০৯এ ট্রিমারটি নিয়ে। ধারনা দেওয়ার চেষ্টা করবো এতে কি কি ফিচার রয়েছে, চার্জ দেওয়ার নিয়ম, কেমি কেএম-৮০৯এ ট্রিমার কাদের কেনা উচিত, কাদের কেনা উচিত না, নকল কেমি কেএম-৮০৯এ ট্রিমার চেনার উপায়, কোথায় আসল কেমি কেএম-৮০৯এ ট্রিমার কিনতে পাবেন, বাংলাদেশের বাজারে আসল কেমি কেএম-৮০৯এ ট্রিমারের দাম এবং এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক –

Table of Contents

কেমি কেএম-৮০৯এ ট্রিমারের ফিচার সমূহ

নিচে কেমি কেএম-৮০৯এ ট্রিমারের ফিচার সমূহ আলোচনা করা হলোঃ

বিল্ড কোয়ালিটি

এই মডেলের ব্লেড তৈরি করা হয়েছে উন্নতমানের স্টেইনলেস স্টিল দিয়ে, যা দীর্ঘদিন শার্প থাকে এবং মরিচা পড়ার ঝুঁকি কম। ট্রিমারের বডি তৈরিতে ব্যবহৃত ABS প্লাস্টিক মজবুত, ফলে হাত থেকে পড়লেও সহজে ভাঙে না। দীর্ঘ সময় ব্যবহারেও এর বডি স্ট্রাকচার ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম।

পাওয়ারফুল মোটর

কেমি কেএম-৮০৯এ ট্রিমারটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ও পাওয়াফুল মোটর ফলে খুব দ্রুত গতিতে সব সাইজের দাড়ি ও চুল কাটা যায়। বিশেষ করে যাদের দাড়ি অনেক মোটা ও শক্ত হয়ে থাকে তাদের জন্য দারুন কার্যকরী। আর এই পাওয়ারফুল মোটর ও স্পিডের কারনে ট্রিমারটি সেলুন ও বিউটি পার্লারে বেশ জনপ্রিয়।

কাটিং লেন্থ

কেমি কেএম-৮০৯এ ট্রিমারটি মূলত পেশাদার সেলুনের জন্য ডিজাইন করা হয়েছে। দাড়ি এবং চুল নিখুঁতভাবে কাটার সুবিধার্থে এতে আলাদা আলাদা কম্ব বা অ্যাটাচমেন্ট প্রদান করা হয়েছে। এই ট্রিমারটি ব্যবহারকারীকে ০.৮ থেকে ১.৫ মিলিমিটার, ৩ মিলিমিটার, ৬ মিলিমিটার, ১০ মিলিমিটার এবং ১৩ মিলিমিটার—এই পাঁচটি ভিন্ন কাটিং লেন্থ বা দৈর্ঘ্য সেট করার সুযোগ দেয়, যা বিভিন্ন স্টাইল তৈরি করতে অত্যন্ত কার্যকরী। তবে এতে কোন আলাদা স্পিড সেটিং নেই।

ব্যাটারি ও চার্জ

ট্রিমারটিতে রয়েছে 1000mAh Lithium-Ion Battery, যার ফলে একবার ফুল চার্জে ট্রিমারটি ৪ ঘণ্টা বা ২৪০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে এবং ফুল চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা। Lithium-Ion ব্যাটারি হওয়ায় দীর্ঘদিন এর পারফর্মেন্স স্থিতিশীল থাকে।

ডিসপ্লে সুবিধা

অনেক ট্রিমারে ডিসপ্লে না থাকলেও KM-809A-তে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে যাতে চার্জ লেভেল দেখা যায়। এর ফলে ব্যবহারকারী বুঝতে পারেন কখন চার্জ করা উচিত, যা ব্যাটারির দীর্ঘস্থায়ী স্বাস্থ্য রক্ষা করে।

ব্যবহারযোগ্যতা

এই ট্রিমারটি দাড়ি, মাথার চুল এবং নেকলাইন, সব কিছুতেই চমৎকার কাজ করে। সেলুনে টানা কাজের চাপেও এটি অতিরিক্ত গরম হয় না, যা ব্যবহারকারীদের আত্মবিশ্বাস বাড়ায়।

কেমি কেএম-৮০৯এ ট্রিমারের দুর্বল দিক

কেমি কেএম-৮০৯এ ট্রিমারের খারাপ দিক না থাকলেও এর কিছু দুর্বল দিক রয়েছে বা এমন কিছু ফিচারের অভাব আছে যার কারনে এই ট্রিমারটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। নিচে এই সকল বিষয়গুলো আলোচনা করা হলঃ

সরাসরি বিদ্যুৎ চালিত নয়

সেলুন কিংবা বিউটি পার্লারের জন্য এসি ডিসি ট্রিমার বাড়তি সুবিধা যোগায়। কারন সেলুনে একটানা দীর্ঘসময় দাঁড়ি ও চুল কাটার মেশিন ব্যবহার করতে হয়। ফলে শুধু চার্জ করে বা ব্যাটারি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়তে হয়। আপনি যদি সরাসরি চার্জে লাগিয়ে কিংবা চার্জ করে ব্যবহার করা যায় এমন একটি ট্রিমার ক্রয় করতে চান তাহলে আপনি Kemei KM-2600, Kemei KM-2601, VGR V-673 ট্রিমারটি বিবেচনা করতে পারেন।

আলাদা স্পিড সেটিং নেই

আলাদা স্পিড সেটিং থাকলে চুল কিংবা দাড়ি কাটার সময় বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। বিশেষ করে বাচ্চা ও কিশোরদের চুল কাটার জন্য এটি একটি অপরিহার্য ফিচার। পাশাপাশি যারা নতুন ইউজার তাদের জন্য অনেক ক্ষেত্রে ব্যালেন্স করতে সুবিধা হয়।

সাইজে তুলনামূলক বড়

প্রফেশনাল ট্রিমার হওয়ার কারনে কেমি কেএম-৮০৯এ ট্রিমারটির সাইজ অন্যান্য ট্রিমারের তুলনায় কিছুটা বড়। বাংলাদেশের মানুষের শরীরের সাইজের কারনে হাতের তালুর সাইজ তুলনামূলক একটু ছোট। ফলে বাংলাদেশের মানুষের জন্য একটু মাঝারি সাইজের ট্রিমার উপযুক্ত।

ফাস্ট চার্জ ফিচার নেই

লেটেস্ট মডেলের ট্রিমারগুলোর প্রায় সবগুলোতেই বিশেষ করে শাওমি, ফিলিপসের মত ব্রান্ডগুলোর ট্রিমারগুলোতে ফার্স্ট চার্জিং ফিচার রয়েচে। যার ফলে চার্জ দিতে সময় না পেলেও দ্রুত সময় চার্জ করে দাঁড়ি কিংবা চুল কেটে নেওয়া যায়। এই ফিচার নিয়মিত অফিসগামীদের জন্য বেশ উপকারি।

আপনি যদি ফাস্ট চার্জিং ফিচারসহ ট্রিমার কিনতে চান তাহলে আপনি- Philips BT3302/15, Philips MG5930/65, Philips MG5910/28 মডেলের ট্রিমারগুলো বিবেচনা করতে পারেন।

চার্জ দেওয়ার সঠিক নিয়ম

অনেকেই আছে ঘণ্টার পর ঘণ্টা ট্রিমার বা অন্যান্য ইলেকট্রিক ডিভাইস চার্জে লাগিয়ে রাখে যা খুবই বাজে অভ্যাস। আপনার ট্রিমারের চার্জ ২০% এর নিচে বা কাছাকাছি আসলে চার্জে লাগান এবং ৮০% বা এর কাছাকাছি চার্জ হলে চার্জ থেকে খুলে ফেলুন। ১০০% চার্জ না করাই ভালো এতে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে।

নকল কেমি কেএম-৮০৯এ চেনার উপায়

নকল ট্রিমারগুলোর বিল্ড কোয়ালিটি খারাপ হয়। বেল্ড সঠিক স্থানে থাকে না অর্থাৎ বাকা থাকে। সঠিক ওজনের তুলনায় অনেক কম ওজন থাকে। খালি চোখে দেখে অনেকসময় আসল নকল ট্রিমার চিনতে পারা দুষ্কর। তাই কেনার সময় পরিচিত ও স্বনামধন্য বিক্রেতার কাছ থেকে কেনার চেষ্টা করুন।

আসল কেমি কেএম-৮০৯এ ট্রিমারের দাম

বাংলাদেশের বাজারে একসময় কেমি কেএম-৮০৯এ ট্রিমারটি ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি করা হতো। ট্রিমার ওয়ার্ল্ড বাজারে এসে এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে ট্রিমারটির দাম ১৩০০ থেকে ১৬৫০ টাকা। সবচেয়ে কম দামে আসল কেএম-৮০৯এ ট্রিমারটি কিনতে ভিজিট করুন ট্রিমার ওয়ার্ল্ড এর অফিসিয়াল স্টোর। দারাজে ট্রিমার ওয়ার্ল্ডের নামে যে শপ আছে সেটি কিন্তু ফেইক তাই সরাসরি ওয়েবসাইট থেকে পন্য কিনুন।

সর্বশেষ

সব দিক বিবেচনা করলে বলা যায় যে কেমি কেএম-৮০৯এ ট্রিমারটি বর্তমান সময়ে বাজেট সেগমেন্টে একটি শক্তিশালী এবং কার্যকরী গ্রুমিং টুল। এর স্টেইনলেস স্টিল ব্লেড, শক্তিশালী মোটর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ডিজিটাল ডিসপ্লে সুবিধা একে বাজারের একই রেঞ্জের অন্য অনেক ট্রিমারের তুলনায় এগিয়ে রাখে। বিশেষ করে সেলুন বা বিউটি পার্লারে ধারাবাহিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে এটি স্থিতিশীল কর্মক্ষমতা বজায় রাখে, অতিরিক্ত গরম হয়ে যায় না এবং ঘন দাড়ি বা চুল কাটার সময়ও বারবার আটকায় না। এটি নতুন এবং অভিজ্ঞ উভয় ব্যবহারকারীর জন্যই সন্তোষজনক অভিজ্ঞতা দিতে সক্ষম।

তবে ট্রিমারের কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে আলাদা স্পিড সেটিং না থাকা, ফাস্ট চার্জিং ফিচারের অনুপস্থিতি এবং তুলনামূলক বড় সাইজ, যা কিছু ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর মনে হতে পারে। যারা নিয়মিত ট্রাভেল করেন বা ব্যাগে গ্রুমিং কিট বহন করতে পছন্দ করেন, তাদের জন্য এটি কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে। আবার যারা শিশু বা সংবেদনশীল ত্বকের জন্য ধীর স্পিড প্রয়োজন মনে করেন, তাদের জন্যও স্পিড কন্ট্রোলের অভাব একটি বড় সীমাবদ্ধতা।

Shopping Cart
Scroll to Top