জাপানি চুল কাটার মেশিন

বাংলাদেশের বাজারে চুল কাটার মেশিন বা ট্রিমারের চাহিদা দিন দিন বাড়ছে। তবে দুঃখজনক হলেও সত্যি, অনেক অসাধু বিক্রেতা জাপানি ব্র্যান্ডের নাম ব্যবহার করে গ্রাহকদের ভুল তথ্য দিয়ে থাকে। অনেক সময় চাইনিজ মেশিনকে জাপানি ব্র্যান্ড বলে বিক্রি করা হয়, যার ফলে ক্রেতারা আসল জাপানি প্রযুক্তির পণ্য ব্যবহার করতে পারেন না। তাই ক্রেতাদের উচিত কেনার আগে ব্র্যান্ড, মডেল এবং উৎপাদনকারী দেশের তথ্য ভালোভাবে যাচাই করে নেয়া।

বর্তমানে জাপানে বেশ কিছু বিখ্যাত ব্র্যান্ড ট্রিমার ও হেয়ার ক্লিপার তৈরি করে। এর মধ্যে Panasonic, Hitachi অন্যতম। এদের মধ্যে Panasonic ও Hitachi আন্তর্জাতিকভাবে সবচেয়ে পরিচিত ব্র্যান্ড, যার ট্রিমার এবং হেয়ার ক্লিপার বাংলাদেশেও পাওয়া যায়।

সম্মানিত ক্রেতা আজকের লেখাজুড়ে আমি আপনাদের ধারনা দেওয়া চেষ্টা করবো বাংলাদেশের বাজারে অরিজিনাল ও ফেইক জাপানি ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন সম্পর্কে।

প্যানাসনিক

প্যানাসনিক একটি সুপরিচিত জাপানি ব্র্যান্ড, যা ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের পাশাপাশি ব্যক্তিগত যত্নের পণ্য তৈরিতেও বিশেষভাবে পরিচিত। প্যানাসনিক হেয়ার ক্লিপার এবং ট্রিমারগুলো উচ্চমানের ব্লেড, নির্ভুল কাটিং প্রযুক্তি এবং আধুনিক ডিজাইনের জন্য ব্যাপক জনপ্রিয়। জাপানি প্রযুক্তির নিখুঁত সমন্বয় থাকায় ব্যবহারকারীরা সহজে এবং আরামে চুল কাটা বা দাড়ি ট্রিম করতে পারেন। বাজারে এর গুণগত মান ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের কারণে এটি পেশাদার সেলুন, বিউটি পার্লার থেকে শুরু করে ব্যাক্তিগত ব্যবহারকারীদের কাছেও সমানভাবে প্রশংসিত। তাই প্যানাসনিক হেয়ার ক্লিপার বিশ্বব্যাপী নির্ভরযোগ্য জাপানি ট্রিমার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের বাজারে প্যানাসনিকের অরিজিনাল চুল কাটার মেশিন পাওয়া প্রায় দুষ্কর। অনেক বিক্রেতাই জাপানি ও রিজিনাল বলে চাইনিজ বা ইন্ডিয়ান কপি প্রডাক্ট বিক্রি করে থাকে। আপনি যদি অরিজিনাল জাপানি প্যানাসনিক ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন ক্রয় করতে চান তাহলে নির্ভর করতে পারেন ট্রিমার ওয়ার্ল্ড এর উপর। এখানে পেয়ে যাবেন বেশ কয়েকটি অরিজিনাল প্যানাসনিক ব্রান্ডের ট্রিমার

হিতাচি

হিতাচি একটি সুপরিচিত জাপানি ব্র্যান্ড, যা ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক্স এবং শিল্প সরঞ্জাম তৈরির জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। হিতাচি হেয়ার ক্লিপারগুলো উচ্চমানের প্রযুক্তি এবং টেকসই গুণমানের জন্য বিশেষভাবে জনপ্রিয়। জাপানি কারিগরি দক্ষতার কারণে এর ট্রিমারগুলো দীর্ঘস্থায়ী, আরামদায়ক এবং কার্যকরী অভিজ্ঞতা প্রদান করে। পেশাদার ও ব্যক্তিগত উভয় ব্যবহারের জন্য হিতাচি একটি নির্ভরযোগ্য জাপানি ট্রিমার ব্র্যান্ড হিসেবে বাজারে পরিচিত। তবে বাংলাদেশের বাজারে এই জাপানি ব্রান্ডের কোন ট্রিমার পাওয়া যায় না।

বাংলাদেশের বাজারে ফেইক জাপানি চুল কাটার মেশিন

সম্মানিত ক্রেতা বাংলাদেশের বাজারে অনেক অসাধু বিক্রেতা চায়না পন্য জাপানি বলে চালিয়ে দেয়। এমনকি তারা এমন ভাবে প্যাকেট ও ব্রান্ডিং করে যে আপনি ধরে নিবে এটা সত্যিই জাপানি ব্রান্ডের হেয়ার ট্রিমার। বিশেষ করে জুপিটার, ফিল, রেডিয়ান এগুলো সব চাইনিজ ট্রিমার ব্র্যান্ড। কিন্তু বাংলাদেশের বাজারে জাপানি বলে বিক্রি করা হয়।

সর্বশেষ

প্রিয় পাঠক, আশা করছি আমাদের এই লেখাটি আপনাকে সঠিক ও আসল জাপানি চুল কাটার মেশিন চিনতে ও ক্রয় করতে সাহায্য করবে। বাংলাদেশের বাজারে অরিজিনাল জাপানি চুল কাটার মেশিন শুধু প্যানাসনিকেরটাই পাওয়া যায়। তবে বাজারে যেহেতু নকল পন্যও বিক্রি হয়ে থাকে তাই বিশ্বস্ত ক্রেতার নিকট থেকে পন্য কেনার চেষ্টা করুন।

Leave a Comment

Shopping Cart
Scroll to Top