বাংলাদেশে হাতে গোনা কয়েকটি পাইকারি মার্কেট রয়েছে বিশেষ করে ইলেকট্রিক পন্যের। আমাদের দেশে বেশিরভাগ ইলেকট্রিক পন্য অন্য দেশ থেকে বিশেষ করে চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, হংকং, ফিলিপাইন, জাপান, জার্মানি থেকে আমদানি করা হয়। আর ট্রিমার একটি স্লো আইটেম হওয়ার কারনে নির্দিষ্ট কয়েকজন আমদানি কারক বাংলাদেশে ট্রিমার আমদানি করে ও পাইকারি বাজারে বিক্রেতাদের কাছে সহবরাহ করে থাকে। তবে বেশিরভাগ আমদানি কারক সরাসরি খুচরা বিক্রেতাদের কাছে পন্য সরবরাহ করে না। এ কারনে কয়েক হাত ঘুরে খুচরা ও অনলাইন বিক্রেতাদের কাছে ট্রিমার আসে।
Table of Contents
ট্রিমারের পাইকারি বাজার
আপনি যদি পাইকারি দামে ট্রিমার ক্রয় করতে চান তাহলে আপনি বাংলাদেশের বিভিন্ন ইলেক্ট্রনিক্স পন্যের পাইকারি বাজারে খোঁজ নিতে পারেন। তবে সেখানকার বেশিরভাগ পাইকারি বিক্রেতারাও সরাসরি পন্য আমদানি করে না। তারা মুলত আমদানিকারকদের নিকট থেকে পন্য সংগ্রহ করে এবং খুচরা বিক্রেতাদের কাছে পন্য বিক্রি করে থাকে। আপনি যদি দোকানে অর্থাৎ অফলাইনে বা অনলাইনে ট্রিমারের ব্যবসায় শুরু করতে চান তাহলে ট্রিমার ওয়ার্ল্ড আপনার জন্য একটি দারুন পছন্দ হতে পারে। পাইকারি দামে ট্রিমার ক্রয় করতে তাদের পাইকারি ট্রিমার পেজ ভিজিট করতে পারেন।
পাইকারি দামে ট্রিমার কেনার সময় যে সকল বিষয়গুলো বিবেচানা করা উচিত
পাইকারি দামে ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন কেনার আগে নিচের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিতঃ
ব্রান্ড
বর্তমান সময়ে বাজারে প্রায় কয়েক ডজন ব্রান্ডের ট্রিমার ও শেভার কিনতে পাওয়া যায়। জনপ্রিয় ব্রান্ডগুলোর মধ্যে Kemei, VGR, Xiaomi, Philips, Wahl অন্যতম। এইসকল ব্রান্ড তাদের প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে ইতিমধ্যে বেশ সুনাম লাভ করেছে। ফলে আপনি যখন পাইকারি বাজার থেকে এই সকল পরিচিত ব্রান্ডের দাড়ি চুল কাটার মেশিন সংগ্রহ করবেন আপনি সহজেই খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন।
দাম
কোন পন্য কেনার আগে বেশিরভাগ ক্রেতাই এর দাম কেমন হবে সেটি বিবচেনা করে। বাংলাদেশে বাজার গবেষণা অনুসারে মানুষ বাজেটের মধ্যে ভালো পন্য ক্রয় করতে বেশি আগ্রহী। সেহিসেবে বাংলাদেশে বাজারে ১ হাজার থেকে ৫ হাজার টাকা দামের ট্রিমারের চাহিদা বেশি। তাই আপনি যদি পাইকারি ট্রিমার ক্রয়ের কথা চিন্তা করেন তাহলে বাজার থেকে এই দামের পন্য সংগ্রহ করার চেষ্টা করুন।
বিক্রেতার সুনাম
বিক্রেতা হিসেবে আপনার নিজের যেমন সুনাম অর্জন করার চেষ্টা করা উচিত। তেমনি আপনি যাদের কাছ থেকে পাইকারি দামে ট্রিমার কিনবেন তাদেরও সুনাম থাকা জরুরি। কারন আপনি যখন পাইকারি দামে পন্য সংগ্রহ করে খুচরা দামে পন্য বিক্রি শুরু করবেন আপনার নতুন নতুন কাস্টমার আসবে তারা নতুন নতুন মডেলের পন্য চাইবে। আর আপনি যদি ক্রেতাদের চাহিদা মতো পন্য সরবরাহ করতে না পারেন তাহলে আপনি আপনার ব্যবসায় বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর যারা অনেকদিন যাবত মার্কেটে পন্য সরবরাহ করে তারা বাজারের ট্রেন্ড বুজতে পারে এবং সে অনুসারে রানিং মডেলের পন্য আমদানি করে। ফলে আপনার ক্রেতা হারানোর সুযোগ কম থাকবে।
ডেলিভারি সুবিধা
যে কোন ব্যবসায়ের জন্য পরিবহন সুবিধা বেশ গুরুত্বপূর্ণ। আপনার যদি কোন জেলা শহর বা উপজেলা শহরে একটি দোকান থাকে এবং সেখানে আপনার মাসে ১০ টি দাড়ি চুল কাটার মেশিন বিক্রি হয়ে থাকে তাহলে আপনার প্রতিমাসে একবার ঢাকায় এসে পাইকারি বাজার ঘুরে ঘুরে খুচরা বিক্রির জন্য পন্য ক্রয় করতে হলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এমন একজন পাইকার বেছে নিতে হবে যে কিনা আপনার ঠিকানায় পাইকারি দামে পন্য পৌঁছে দিবে। যা আপনার সময়, শ্রম ও অর্থ সবকিছুই বাঁচাবে।
সর্বশেষ
সম্মানিত পাঠক, আপনি যদি খুচরা বিক্রির জন্য পাইকারি দামে ট্রিমার কেনার কথা বিবেচান করেন তাহলে ট্রিমার ওয়ার্ল্ড হতে পারে একটি বিশ্বস্ত নাম। আপনি কেমন ধরনের পন্য ক্রয় ও বিক্রি করবেন সে বিষয়ে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তবে সেক্ষেত্রে ট্রিমার ওয়ার্ল্ড আপনাকে তথ্য দিয়ে সহায়তা করবে।
আমাদের লেখা নিয়ে আপনার কোন মতামত জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থাকলে লিখেতে পারেন আমাদের কাছে।