বাচ্চাদের চুল কাটার মেশিন বা ট্রিমার ও টিপস

নিজেকে পরিপাটি রাখার জন্য চুল কাটার জন্য আমরা সেলুনে নাপিতের কাছে যাই অথবা বাসায় বসে ট্রিমারের সাহায্যে নিজেরা দাড়ি বা চুল কাটি। বাচ্চা কিংবা বৃদ্ধ পরিপাটি থাকার জন্য কিংবা রাখার জন্য নিয়মিত চুল কাটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। নতুন মানুষ বা ট্রিমার দেখে অনেক বাচ্চাই ভয় পায়, এছাড়াও অনেক বাচ্চারা চুল কাটার সময় কান্নাকাটি করে। তাই বাবা মায়েরা বাচ্চারা ঘুমে থাকার সময় চুল কাটার চেষ্টা করে বা বাসায় বসে চুল কাটে। বাচ্চাদের চুল কাটার জন্য ট্রিমার ব্যাবহার করলে কেটে যাওয়ার ঝুঁকি থাকে না। তাই বাবা মা বিশেষ করে বাচ্চার মায়েরা তাদের বাচ্চার জন্য বাচ্চাদের চুল কাটার মেশিন কেনার কথা চিন্তা করে থাকে। বর্তমান সময়ে বাজারে অনেক ব্রান্ড আর মডেল রয়েছে পাশাপাশি বাজেট সীমাবদ্ধতার কারনেও অনেকে সময় সঠিক চুল কাটার মেশিন পছন্দ করতে হিমশিম খেতে হয়। তাই প্রশ্ন হচ্ছে বাচ্চাদের চুল কাটার জন্য ভালো মানের টিমার বা চুল কাটার মেশিন কোনটি?

বাচ্চাদের চুল কাটার ট্রিমার বা মেশিন

সম্মানিত ভিজিটর আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের চুল কাটার জন্য ভালো মানের ৫ টি চুল কাটার মেশিন বা ট্রিমার সম্পর্কে-

১) VGR V-937

বাচ্চাদের চুল কাটার জন্য সেরা ট্রিমারের তালিকায় যে ট্রিমারটির রয়েছে সেটি হচ্ছে VGR V-937। বাংলাদেশের বাজারে ভিজিআর তুলনামূলকভাবে বেশি পরিচিত না। তবে মিডিয়াম বাজেট রেঞ্জে ট্রিমারটি পারফর্মেন্স খুবই অসাধারণ। কোম্পানির মতে একবার ফুল চার্জে ৫০০ মিনিট পর্যন্ত চলবে। তবে আমাদের রিয়েল লাইফ ব্যবহারের ৪১০ থেক ৪৫০ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পেরেছি। ট্রিমারটিতে রয়েছে শক্তিশালী মোটর ও ব্যাটারি।

VGR V-937 Rechargeable Hair & Beard Trimmer

Original price was: 2,499.00৳.Current price is: 1,430.00৳.

ব্র্যান্ডঃ VGR | মডেলঃ V-937 | কাটিং লেন্থ: ০-৪.৫ মিমি | LED ডিসপ্লে | ইউএসবি টাইপ-সি চার্জিং | একবার ফুল চার্জে ৪০০ থেকে ৫০০ মিনিট পর্যন্ত চলবে | ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ৪ ঘণ্টা। ওয়ারেন্টিঃ ১ বছর।  

২) Kemei KM-233

বাংলাদেশের বাজারে কেমি ব্রান্ডের সর্বশেষ যে ট্রিমারটি এসেছে সেটি হচ্ছে Kemei KM-233 এই টিরমারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি কেমির পূর্বের সকল ট্রিমারের চেয়ে আলাদা। সাথে রয়েছে ডিসপ্লে ফলে কত পারসেন্ট চার্জ আছে সেটিও দেখতে পারবেন। এই ট্রিমারটি ইউএসবি ক্যাবলের সাহায্যে চার্জ করতে হবে,। আড়াই ঘণ্টা ফুল চার্জে ৯০ মিনিট ব্যবহার করা যাবে এবং জিরো থেকে ৪.৫ মিমি আকারে দাড়ি ও চুল কাটা যাবে। আপনার বাচ্চার চুল কাটার জন্য এটিও হতে পারে একটি আদর্শ মেশিন।

Kemei KM-233: Rechargeable Hair & Beard Trimmer

Original price was: 2,000.00৳.Current price is: 1,250.00৳.

ব্র্যান্ড: Kemei | মডেল: KM-233 | এক চার্জে ১৫০ মিনিট চলবে | ২ ঘণ্টায় ফুল চার্জ | ইউএসবি টাইপ-সি চার্জার | শক্তিশালী মটর, LED ডিসপ্লে, ৪ টি কম্ব | ওয়ারেন্টিঃ ১ বছর।

৩) Xiaomi Grooming Kit Pro

শাওমি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। শুধু মোবাইল ফোন কিংবা নেটওয়ার্কিং টেকনোলজি নিয়েই শাওমি ব্যাস্ত না। আমাদের গ্রুমিং এর দিকেও শাওমি বেশ ভালো নজর দিয়েছে। আপনি যদি আপনার নিজের কিংবা আপনার আপনার প্রিয় সন্তানের বা বাসায় থাকা ছোট বাবুদের চুল কাটার জন্য একটি ভালো মানের লো নয়েজের ট্রিমার খুঁজেন তাহলে আপনি শাওমি গ্রুমিং কিট অথবা গ্রুমিং কিট প্রো থেকে যে কোন একটি ট্রিমার নিতে পারেন। একবার ফুল চার্জে ৯০ মিনিট পর্যন্ত চলে এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। পাশাপাশি ট্রিমারটি ওয়াটারপ্রুফ তাই পানি লাগলে বা ভিজলে কোন সমস্যা নেই।

Xiaomi MI Grooming Kit Pro All-in-One Trimmer

Original price was: 6,999.00৳.Current price is: 5,590.00৳.

ব্রান্ডঃ Xiaomi Mi | মডেলঃ Grooming Kit Pro | একবার ফুল চার্জে ৯০ মিনিট | ফাস্ট চার্জিং – ইউএসবি টাইপ-সি | কাটিং লেন্থ ০ থেকে ২০ মিমি। ওয়ারেন্টিঃ ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি

৪) Philips BT3302/15

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিপস বেশ পরিচিত একটি ইলেকট্রিক ব্রান্ড। আপনি যদি আপনার বাচ্চার জন্য একটি ভালো মানের ট্রিমার বা চুল কাটার মেশিন কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য এই ট্রিমারটি। Philips BT3302/15 মডেলের এই চুল কাটার মেশিন দিয়ে একবার ফুল চার্জে একটানা ৬০ মিনিট চুল কাটা যাবে। সাথে থাকছে আলাদা সাইজের ক্লিপ যেগুলো দিয়ে আপনি জিরো থেকে ১০ মিমি আকারে চুল কাটতে পারবেন। একবার ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিট।

Philips BT3302/15 Cordless Trimmer Series 3000

Original price was: 4,500.00৳.Current price is: 2,200.00৳.

ব্র্যান্ডঃ Philips | মডেলঃ BT3302 | ৯০ মিনিটে ফুল চার্জ | একবার ফুল চার্জে ৬০ মিনিট চলবে | ১৫ মিনিটে কুইক চার্জ | কাটিং লেন্থ- ০.৫-১০ মিমি। ইউএসবি টাইপ-সি চার্জার। ওয়ারেন্টিঃ ১ বছর।

৫) Xiaomi Mi Enchen Boost

বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে ভালো মানের যেসকল ট্রিমার পাওয়া যায় সেগুলোর মধ্যে বিখ্যাত শাওমি ব্রান্ডের বেশ কিছু ট্রিমার বা হেয়ার ক্লিপার রয়েছে। শাওমির এইসকল ট্রিমারগুলোর মধ্যে আপনি যদি আপনার বাচ্চার জন্য একটি ট্রিমার খুঁজেন তাহলে বাজেটের মধ্যে শাওমির এই Enchen Boost ট্রিমারটি বিবেচনায় রাখতে পারেন। একবার ফুল চার্জে ৯০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে ট্রিমারটি। সাথে থাকছে ফাস্ট চারজিং। একবার ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। এই ট্রিমারটি দিয়ে ০.৫মিমি থেকে ২১ মিমি আকারে বিভিন্ন সাইজে চুল কাটা যাবে।

৬) Kemei KM-5017

আপনার বাজেট যদি ১০০০ টাকা বা এর কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার জন্য Kemei ব্রান্ডের KM-5017 মডেলের চুল কাটার মেশিনটি বিবেচনা করতে পারেন। বাজের ফ্রেন্ডলি এই চুল কাটার মেশিন দিয়ে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলের চুল কাটতে পারবেন। এই ইলেক্ট্রিক ট্রিমারটির একবার ফুল চার্জে ৪০ থেকে ৫০ মিনিট ব্যবহার করা যাবে। তবে ফুল চার্জ হতে বেশ সময় লাগে প্রায় ৮ ঘন্টা সময় লাগে। যদিও ট্রিমারটি বেশ শক্তপোক্ত। সাথে থাকবে আলাদা আলাদা সাইজের ৪ টি ক্লিপ।

বাচ্চাদের চুল কাটার মেশিন ব্যবহারের টিপস

বড়দের তুলনায় বাচ্চাদের স্কিন বেশ সংবেদনশীল ও নরম। এছাড়াও চুল কাটার সময় বাচ্চারা অনেক নড়াচড়া করে। তাই বাচ্চাদের চুল কাটার সময় বেশ সতর্কতা অবলম্বন করা উচিত। নিচে বাচ্চাদের চুল কারটার মেশিন ব্যবহারের কিছু টিপস দেওয়া হলো-

১) চুল কাটার মেশিনে ক্লিপ ব্যবহার করুন

ট্রিমার কম্ব বা ট্রিমারের ক্লিপ ব্যবহার করুন। বাসায় বসে বাচ্চাদের চুল কাটার মেশিন দিয়ে চুল সাইজ করার সময় অবশ্যই ক্লিপ বা কম্ব ব্যবহার করুন। কারণ বাচ্চাদের স্কিন নরম হওয়ার কারণে ও নড়াচড়া করার কারণে ব্লেডে লেগে কেটে যেতে পারে।

২) জোর করে চুল কাটা থেকে বিরত থাকুন

অনেক বাচ্চারা চুল কাটাসময়ে চুল কাটার মেশিন দেখে ভয় পায় কিংবা চুল কাটবে না এ জন্য কান্নাকাটি করে। এই সময়ে চুল কাটা থেকে বিরত থাকুন। পরে তাকে বুজিয়ে মন ভালো করে চুল কাটুন।

৩) চোখ বা শরীরের মধ্যে চুল

চুল কাটার সময় চুলের ছোট ছোট অংশ চোখের মধ্যে ঢুকে যেতে পারে। তাই চুল কাটার সময় বাচ্চাদের চোখ বন্ধ রাখতে বলুন অথবা প্রয়োজনে চশমা পড়িয়ে নিন। আর চুল কাটার জন্য বিশেষ তাওয়াল পাওয়া যায় যা শরীরে চুলের কাটা অংশ প্রবেশ করা থেকে রক্ষা করবে।

৪) ভালোভাবে চার্জ করে নিন

অনেক কষ্ট করে বাচ্চাকে বুজিয়ে শুনিয়ে আপনি আপনার বাচ্চার চুল কাটার জন্য প্রস্তুত হলেন কিন্তু হঠাৎ খেয়াল করলেন চুল কাটার মেশিনে চার্জ নেই কিংবা চুল কাটার মাঝখানে মেশিনের চার্জ শেষ হয়ে গেছে। এতে আপনাকে আবার চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ব্যবহারের পূর্বে বাচ্চাদের চুল কাটার মেশিন ভালোভাবে চার্জ করে নিন।

সর্বশেষ

বাচ্চাদের চুল কাটার জন্য বাচ্চাদের চুল কাটার মেশিন ব্যহারের পূর্বে বাচ্চার মেজাজ কেমন সেটি বোঝার চেষ্টা করুন। ভালোভাবে চার্জ করে নিন। আমাদের লেখা নিয়ে আপনার কোন পরামর্শ কিংবা জিজ্ঞাসা থাকলে লিখুন আমাদের কাছে। ভালো থাকুন সুস্থ থাকুন। আপনার বাচ্চার যত্ন নিন।

1 thought on “বাচ্চাদের চুল কাটার মেশিন বা ট্রিমার ও টিপস”

  1. Pingback: সেরা ১০টি চুল কাটার মেশিন

Leave a Comment

Shopping Cart
Scroll to Top