ট্রিমার মেশিন ব্যবহার করার কিছু টিপস ও সতর্কতা

নিজেকে পরিপাটি রাখার জন্য আমরা নিয়মিত চুল কাটতে কিংবা দাড়ি ছাঁটার জন্য সেলুনে গিয়ে থাকি। তবে ব্যস্ততা কিংবা খরচ বাঁচাতে আমাদের মধ্যে অনেকেই বাসায় বসে ট্রিমারের সাহায্যে ঘরে বসে নিজে নিজের চুল ও দাড়ি কাটে এবং অনেকে বাচ্চাদের চুল কেটে দেয়। ট্রিমার ব্যবহারের সঠিক নিয়ম না জানা থাকার কারনে অনেক সময় অনেক টাকা দিয়ে কেনা ট্রিমারটি নষ্ট হয়ে যায় এমনকি পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।

প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ট্রিমার ব্যবহারের কিছু টিপস এবং কিছু সতর্কতা যে টিপসগুলো আপনার আপনার ট্রিমারটিকে অনেকদিন ভালো রাখবে। পাশাপাশি দুর্ঘটনার ঝুকি কমাতেও সাহায্য করবে।

১) সঠিক ট্রিমার সিলেক্ট করুন

বাজারের মুলত দুই ধরনের ইলেকট্রিক ট্রিমার কিনতে পাওয়া যায় কর্ডেড এবং কর্ডলেস ট্রিমার। কর্ডেড ট্রিমার সাধারণত সরাসরি বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়। অর্থাৎ যতসময় প্লাগ ইন করা থাকে তত সময় এটি ব্যবহার করা যায়। এই ধরনের ট্রিমারগুলোকে এসি ট্রিমারও বলা হয়ে থাকে।

অপরিদকে কর্ডলে ট্রিমারে রিচার্জেবল ব্যাটারি থাকে। সম্পূর্ণ চার্জ দিয়ে এটি ব্যবহার করতে হয়। সরাসির চার্জে দিয়ে এই ধরনের ট্রিমার ব্যবহার করা উচিত না। আপনি কেমন ট্রিমার চাইছেন সে অনুসারে প্রোডাক্ট কিনুন।

২) DC ট্রিমার AC ট্রিমারের মতো ব্যবহার

এসি ট্রিমারগুলো সাধারণত একটি অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার সোর্সে প্লাগ করে ব্যবহার করা হয়। আপনি যদি একটি ডিসি ট্রিমার এসি ট্রিমারের মতো ব্যবহার করেন তাহলে এর মধ্যে থাকা অভ্যন্তরীণ উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এসি পাওয়ার সোর্স দিয়ে ডিসি ট্রিমার ব্যবহার করলে বা চালালে ব্যাটারির ক্ষতি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে বিস্ফোরণ এমনকি আগুন লাগার ঘটনা ঘটে।

৩) বাচ্চাদের নাগালের বাহিরে রাখুন

ট্রিমারে বেশ ধারলো ব্লেড থাকে তাই ছোট বাচ্চাদের হাতের নাগালের বাহিরে রাখুন। বিশেষ করে আপনি যখন তাদের কাছে থাকবেন না তারা হয়তো এগুলো নিয়ে খেলার ছলে বিশাল দুর্ঘটনা ঘটাতে পারে। তাই ব্যবহারের পর অবশ্যই নিরাপদ স্থানে রাখুন। যাতে আপনার শিশু এটি নিয়ে খেলার ছলে কোন দুর্ঘটনায় না ফেলে। সম্ভব হলে বাসায় লকারে বা কেবিনেটের মধ্যে লক করে রাখুন। এটি ব্যবহারের ফলে দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আপনার বাচ্চাদের শেখান।

৪) নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন

ব্যবহার শেষে আপনার ট্রিমারটির সুইচ বন্ধ করুন এবং প্রয়োজনে আনপ্লাগ করুন। অনেকেই ব্যবহার শেষে কম্ব বা চিরুনিগুলো ট্রিমারের সাথে রেখে দেয়। এটি করা থেকে বিরত থাকুন, ব্যবহারের পর ক্লিপিংগুলো খুলে রাখুন এবং কাটিং ব্লেড পরিষ্কার করুন।

ট্রিমারের ব্যবহার শেষে ঠাণ্ডা, শুকনো স্থানে সংরক্ষন করুন। সময়মতো তেল দিন এবং ইউজার ম্যানুয়াল অনুসারের রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করুন।

গ্রুমিং সাপ্লাই দোকানে এবং অনলাইন রিটেইল শপে ক্লিপার ওয়েল কিনতে পাবেন। ক্লিপার মরিচামুক্ত রাখার জন্য বিশেষ খনিজ তেল পাওয়া যায়।

৫) ব্যাটারি পরিবর্তন করুন

রিচার্জেবল ট্রিমারগুলোতে বিশেষ ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। আপনার ট্রিমারের বেশি সময় চার্জ না থাকলে অর্থাৎ কাঙ্খিত সময় পর্যন্ত চার্জ না থাকলে ব্যাটারি পরিবর্তন করুন।

সর্বশেষ

টাকা দিয়ে প্রোডাক্ট কেনার পর আমাদের নিজদের অসতর্কতার কারনে আমরা অনেক প্রোডাক্ট নষ্ট করে ফেলি পরবর্তীতে বিক্রেতার বদনাম হয়। আপনার প্রোডাক্ট আপনি কতোটা নিয়ম অনুসারন করে ও সতর্কতার সাথে ব্যবহার করছেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ।

আমাদের লেখা নিয়ে আপনার কোন মতামত কিংবা পরামর্শ থাকলে কিংবা ট্রিমার ব্যবহারে আপনার কোন টিপস জানা থাকলে শেয়ার কররে পারেন আমাদের সাথে।

ট্রিমার ওয়ার্ল্ডে পাচ্ছেন বিভিন্ন দামের ও ফিচারের ট্রিমার, আপনার বাজেটের মধ্যে পছন্দের ট্রিমার কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন শপ

Shopping Cart