নিখুঁত গ্রুমিং পেতে সঠিক ট্রিমার বা শেভার নির্বাচন করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা যদি হয় নিজের ব্যাক্তিগত ব্যবহারের জন্য তাহলে তো কথাই নেই। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের বাজারে কয়েক ডজন ব্রান্ডের শত শত মডেলের ট্রিমার বা শেভার পাওয়া যায়। এই সকল ট্রিমারের ফিচার ভেদে দামও আলাদা আলাদা হয়ে থাকে। তবে কোন ধরনের ট্রিমার কেনা উচিত বা কোন ট্রিমারটি আপনার জন্য ভালো? এই প্রশ্নের উত্তর সহজ মনে হলেও একদম সহজ না। দাড়ি চুল কাটার মেশিন কেনার সময় চুলের ধরন, ত্বকের সংবেদনশীলতা, পাওয়ার এবং বিশেষ করে ব্যাক্তিগত পছন্দ বিবেচনা করে ট্রিমার বা শেভার কেনা উচিত। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাসায় কিংবা সেলুনে ব্যবহারের জন্য স্কিন ও চুলের ধরন, পাওয়ার, দাম ইত্যাদি বিবেচনায় কোন ধরনের ট্রিমার কেনা উচিত সে সম্পর্কে একটি পরিপূর্ণ ট্রিমার কেনার গাইডলাইন ও পরামর্শ।
Table of Contents
- চুলের ধরণ বিবেচনায় যেমন ট্রিমার বা শেভার কেনা উচিত
- স্কিনের ধরন অনুসারে ট্রিমার কেনার গাইডলাইন
- গ্রুমিং এর ধরন অনুসারে ট্রিমার কেনার গাইডলাইন
- পাওয়ার সোর্স বিবেচনায় ট্রিমার কেনার গাইডলাইন
- ওয়াটারপ্রুফ এবং রক্ষণাবেক্ষণ
- সর্বশেষ
চুলের ধরণ বিবেচনায় যেমন ট্রিমার বা শেভার কেনা উচিত
সাধারনত আমাদের মাথার চুল স্ট্রেইট এবং কোঁকড়া এই দুই ধরনের হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক চুলের ধরন অনুসারে কেমন ট্রিমার কেনা উচিত-
স্ট্রেইট হেয়ার
আপার মাথার চুল যদি স্টেইট হয়ে থাকে তাহলে আপনি এমন একটি ট্রিমার কিনুন যেটি বিভিন্ন স্টাইলে চুল কাটতে সক্ষম। এই ক্ষেত্রে খুবই পাওয়ারফুল মোটর প্রয়োজন নেই তবে অবশ্যই ভালো মানের ব্লেড এবং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটি নিশ্চিত করতে হবে।
কোঁকড়া চুল
কোঁকড়া চুল কাটার জন্য সাধারণত পাওয়ারফুল মটরযুক্ত ট্রিমার প্রয়োজন। কারন কোঁকড়া চুল সাধারনত অনেক বেশি ঘন ও মোটা হয়ে থাকে। তাই এই ধরনের চুল কাটার সময় লো পাওয়ারের মটর যুক্ত ট্রিমার ব্যবহার করলে চুল ট্রিমারের সাথে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
স্কিনের ধরন অনুসারে ট্রিমার কেনার গাইডলাইন
সাধারনত সংবেদনশীল এবং রেগুলার বা স্বাভাবিক এই দুই ধরনের স্কিন হয়ে থাকে। স্কিনের ধরন বিবেচনা করে দাড়ি চুল কাটার মেশিন কেনা উচিত। চলু এ পর্যায়ে স্কিনের ধরন অনুসারে কেমন ট্রিমার কেনা উচিত সেটি জেনে নেওয়া যাক-
সংবেদনশীল স্কিন
আপনার স্কিনের ধরন যদি সংবেদনশীল হয়ে থাকে তাহলে সাধারন দাড়ি চুল কাটার মেশিন আপনার জন্য না। সংবেদনশীল স্কিনের জন্য হাইপোলার্জেনিক ব্লেড দিয়ে তৈরি ট্রিমার কিনুন। বিল্ড-ইন স্কিন গার্ড বা কুলিং প্রযুক্তি দিয়ে তৈরি ট্রিমার কেনার চেষ্টা করুন এটি আপনার সংবেদনশীল ত্বকে লালভাব বা অস্বস্তি সৃষ্টি করবে না বরং আপনাকে একটি আরামদায়ক গ্রুমিং এর অভিজ্ঞতা প্রদান করবে।
নরমাল স্কিনের জন্য ট্রিমার
আপনার স্কিনের ধরন যদি সাধারন হয় তবে আপনি বাজারে স্টেইনলেস ষ্টীলের যেসকল ট্রিমার বা শেভার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আপনি কি সাইজে চুল বা দাড়ি কাটতে চান সেদিক বিবেচনা করে ও চার্জ ব্যাকআপ কেমন সেটি বিবেচনা করে প্রোডাক্ট কিনুন।
গ্রুমিং এর ধরন অনুসারে ট্রিমার কেনার গাইডলাইন
দাড়ি বা চুল গ্রুমিং
আপনি যদি দাড়ি বা চুল কাটার জন্য ট্রিমার কেনার কথা ভাবেন তবে এর চার্জ ব্যাকআপ, সেটিং ও ক্লিপের সাইজের দিকে নজর দিন। পাশাপাশি আপনি যে ট্রিমারটি কেনার কথা ভাবছেন বা কিনবেন সেটির ব্লেডগুলো কেমন অর্থাৎ সেটি দিয়ে আপনার কাঙ্ক্ষিত সাইজে চুল বা দাড়ি কাটা যায় কিনা সেদিক বিবেচনা করা উচিত।
ক্লিন শেভ
আমাদের অনেকেই ক্লিন শেভ করে থাকে বা প্রয়োজনে করতে হয়। বর্তমানে অনেক ইলেক্ট্রিনিক রেজার পাওয়া যায় যেগুলো দিয়ে ক্লিন শেভ হওয়া যায়। তবে সাধারন ট্রিমার দিয়ে জিরো সাইজে চুল ও দাড়ি কাটা যায়। ক্লিন শেভ আর জিরো সাইজ একই বিষয় না। এ বিষয়টি অনেকেই বুজতে চায় না। আপনি যদি ক্লিন শেভ করতে চান তাহলে শেভার বা রেজার কিনুন।
পাওয়ার সোর্স বিবেচনায় ট্রিমার কেনার গাইডলাইন
বর্তমান সময়ে ইলেকট্রিক ট্রিমার ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। বার বার পরিবর্তন করার ঝামেলা নেই। পাশাপাশি অধিক ফিচার সম্পন্ন এবং অর্থের সাশ্রয়ের জন্য বেশিরভাগ মানুষই এই ধরনের ইলেক্ট্রনিক শেভার পছন্দ করে।
বাজারে কর্ডেড এবং কর্ডলেস এই দুই ধরনের ইলেকট্রিক ট্রিমার কিনতে পাওয়া যায়। অনেকে আবার এসি ডিসি ট্রিমারও বলে। কর্ডেড ট্রিমার হচ্ছে যে ট্রিমারগুলোতে পাওয়ার ক্যাবল রয়েছে অর্থাৎ সরাসরি বিদ্যুতের সাহায্য ব্যবহার করা যায় আর কর্ডলেস হচ্ছে যে ট্রিমারগুলো চার্জ করে তারপর ব্যবহার করা যায়। অনে ট্রিমার আছে যেগুল সরাসরি বিদ্যুৎ এর সাহয্যে অথবা চার্জ দিয়েও ব্যবহার করা যায়। মুলত সেলুন এবং বিউটি পার্লারে এই ধরনের দাড়ি চুল কাটার মেশিন ব্যবহার করতে দেখা যায়। তবে অনেকে বাসায় ব্যবহারের জন্যও এই ধরনের হেয়ার ক্লিপার কিনতে চায়।
ওয়াটারপ্রুফ এবং রক্ষণাবেক্ষণ
কিছু ট্রিমার রয়েছে যেগুলো পানি লাগলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা নেই। আবার কিছু দাড়ি চুল কাটার মেশিন আছে যেগুলো ওয়াটারপ্রুফ অর্থাৎ পানিতে ভিজলে সমস্যা নেই। যেমন- Xiaomi Grooming Kit সাধারনত ওয়াটারপ্রুফ ট্রিমারগুলো একটু দামি হয়ে থাকে। আপনি যদি একটি ওয়াটারপ্রুফ ট্রিমার ক্রয় করার চিন্তা করেন তাহলে যে ট্রিমারটি কিনতে চাইছেন সেটি ওয়াটারপ্রুফ কিনা সেটি জেনে নিন।
আপনি যত দাম দিয়েই কোন ডিভাইস ক্রয় করেন না কেন। নিয়মিত সঠিক যত্ন না নিলে সেটি বেশিদিন ভালো ফলাফল দিবে না। আর এটি যেহেতু ইলেক্ট্রনিক ডিভাইস তাই অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করতে হবে। সঠিক সময়ে চার্জ ও ক্লিন করতে হবে।
সর্বশেষ
প্রিয় পাঠক, আপনার স্কিনের ধরন, বাজেট, আপনার প্রয়োজন, ফিচার ইত্যাদি বিবেচান করে দাড়ি চুল কাটার মেশিন কেনার পরামর্শ রইলো। বাজারে ৫০০ থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামে ট্রিমার ও শেভার বা দাড়ি চুল কাটার মেশিন কিনতে পাওয়া যায়। সবার আগে আপনার প্রয়োজন ও বাজেট বিবেচানা করুন। এর পর সাধ ও বাজেটের মধ্য হতে সেরাটা পছন্দ করুন। পাশাপাশি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করাও বেশ গুরুত্বপূর্ণ। ট্রিমার কেনার গাইডলাইন নিয়ে আমাদের লেখাটি আপনার কেমন লেগেছে জানিয়ে লিখতে পারেন আমাদের কাছে।