কম দামে ভালো জিনিস চান? এই প্রশ্ন যদি আপনার মতো আমাকেও জিজ্ঞাস করা হয়, আমার উত্তরটিও হবে, হ্যা। ট্রিমার কেনার ক্ষেত্রেও হয়তো সবার উত্তর একই হবে। বাজারে ডজন খানেক ট্রিমার ব্রান্ডের কয়েক শত মডেলের ট্রিমার পাওয়া যায়। ফিচার ও গুনগতমান ভেদে দামেও রয়েছে ভিন্নতা। বাংলাদেশের বাজারে যেমনি বেশি দামের ট্রিমার পাওয়া যায় তেমনি কম দামে বাজেটের মধ্যেও ভালো মানের ট্রিমার কিনতে পাওয়া যায়। তবে ভালো ধারনা না থাকার কারনে আমারা কম দামে ভালো মানের ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন খুঁজে বের করতে পারি না। আপনারা যারা কম দামে ভালো মানের একটি ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন কেনার কথা ভাবছেন তাদের জন্য আমাদের এই লেখাটি।
প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমরা আপনাদের সাথে কম দামে ভালো মানের মানের ১০ টি ট্রিমার সম্পর্কে। যেগুলো আপনার পকেট রক্ষার পাশাপাশি একটি নিরাপদ ও স্বাচ্ছন্দময় দাড়ি ও চুল কাটার অভিজ্ঞতা প্রদান করবে।
সঠিক দামে ভালো মানের ট্রিমার কিনতে ভিজিট করতে পারেন বাংলাদেশে সবচেয়ে বড় ট্রিমার শপ ট্রিমার ওয়ার্ল্ড।
1. HTC AT-538
কম দামে ভালো মানের ট্রিমারের তালিকায় সবার প্রথম যে ট্রিমারটির রয়েছে সেটি হলো HTC AT-538. হ্যান্ডি ডিজাইন এবং স্কিন ফ্রেন্ডলি স্টীলনেস ষ্টীলের তৈরি এই টিমারটি একবার ফুল চার্জে ৫০ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যবহার করা যাবে। ০ থেকে ৭ সেমি আকারে চুল এবং দাড়ি কাটা যাবে এই ট্রিমারটি দিয়ে। HTC AT-538 এর সাথে থাকছে ১ টি ক্লিনিং ব্রাশ, ১ টি তেল, এবং ৪ টি এডজাস্টেবল ক্লিপ। AT-538 টি ট্রিমারটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের এবিএস প্লাস্টিক এবং স্টীলনেস স্টীল।
2. HTC AT-1210
কম দামে ভালো মানের টিমারের তালিকায় দ্বিতীয় স্থানে যে ট্রিমারটি রয়েছে সেটি হচ্ছে HTC AT-1210. এই টিমারটি এবং AT-538 প্রায় কাছাকাছি ফিচার সম্পন্ন একটি ট্রিমার। তবে সাইজে একটু ভিন্নতা রয়েছে। HTC AT-1210 এ থাকছে ৬০০এমএএইচ এর মাঝারি পাওয়ার সম্পন্ন ব্যাটারি। এই দাড়ি চুল কাটার মেশিনটি দিয়ে একবার ফুল চার্জে ৪০ থেকে ৫০ মিনিট চুল ও দাড়ি কাটা যাবে। HTC AT-1210 Trimer টির সাথে থাকছে ৪ টি ক্লিপ, একটি ক্লিনিং ব্রাশ, একটি তেল এবং একটি ইউজার ম্যানুয়াল।
3. Kemei KM-3909
আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে ডাবল ব্যাটারি সম্পন্ন বাজেট ফ্রেন্ডলি ভালো মানের ট্রিমার আছে কিনা। আপনি যদি বাজটের মধ্যে একটি শক্তপোক্ত ও দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন একটি দাড়ি ও চুল কাটার মেশিন খুঁজেন থাকেন থাকেন তাহলে Kemei KM-3909 ট্রিমারটি বিবেচনা করতে পারেন।
4. Kemei KM-5017
কম দামে ভালো মানের ট্রিমারের তালিকায় ৩য় স্থানে যে ট্রিমারটি রয়েছে সেটি হচ্ছে Kemei KM-5017. আপনার বাজেট যদি ১ হাজার ১২শ টাকা বা এর কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনি এই দাড়ি চুল কাটার মেশিনটি বিবেচনা করতে পারেন। বাংলাদেশের বাজারে কেমেই এর বিভিন্ন মডেল, ডিজাইন এবং ফিচার সম্পন্ন ট্রিমার কিনতে পাওয়া যায়। তবে বাজেট ফ্রেন্ডলি ট্রিমারগুলোর মধ্যে এই মেশিনটির পারফর্মেন্স তুলনামূলক ভালো।
5. ENCHEN Boost
শাওমি ব্রান্ড নিয়ে নতুন করে বলার কিছু নেই। শাওমির সাব ব্রান্ড মি (MI) ব্রান্ডও আমাদের দাড়ি চুল কাটার জন্য নিয়ে এসেছে Enchen Boost ট্রিমার। আপনার বাজেট যদি ১ হাজার টাকার বেশি এবং ১৫০০ টাকার কম হয় তাহলে আপনার জন্য শাওমি মি এর এই ট্রিমারটি। বাংলাদেশের বাজারে এই ট্রিমারটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। একবার ফুল চার্জে ৯০ মিনিট বা দেড় ঘণ্টা চলে। ফুল চার্জ হতে ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় লাগে। সাথে থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং ক্যাবল। এর ফলে আপনি আপনার ফোনের চার্জার, পিসি কিংবা গাড়িতে বসেও চার্জ দিতে পারবেন।
সর্বশেষ
সম্মানিত পাঠক, বাজারে বিভিন্ন দামের ও মানের দাড়ি ও চুল কাটার মেশিন পাওয়া যায়। আমাদের লেখাজুড়ে আমরা আপনাকে বাজেটের মধ্যে কম দামে ভালো মানের কয়েকটি ট্রিমার সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করেছি। এগুলোর মধ্যে কোন দাড়ি ও চুল কাটার মেশিনটি আপনার ভালো লাগে জানিয়ে লিখতে পারেন আমাদের কাছে।