বাংলাদেশের ট্রিমারের বাজারে কেমির পরিচিতি ও চাহিদা দিন দিন বেড়েই চলছে। আর ক্রেতাদের চাহিদা বিবচেনায় বিশেষ করে বাজেট বিবেচনায় কেমি বাজারে বিভিন্ন মডেল ও ফিচার সমৃদ্ধ ট্রিমার নিয়ে এসেছে। যারা কিনা এতোদিন বেজটের মধ্যে একটি প্রফেশনাল ট্রিমার কেনার কথা ভেবেছিলেন তাদের জন্য কেমি নিয়ে এসেছে কেমি কেএম-২৩৩ ট্রিমার। চমৎকার ডিজাইন, বিন্ড কোয়ালিটি, চার্জিং ব্যাকআপ, ফাস্ট চার্জিং, ইউএসবি চার্জিং পোর্ট সবকিছুই থাকছে কেমির এই নতুন ট্রিমারটিতে। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, কেমি কেএম-২৩৩ ট্রিমারের ভালো ও খারাপ দিক, কাটিং লেন্থ, দাম এবং এই ট্রিমারটি কি আপনার কেনা উচিৎ নাকি উচিৎ না।
Table of Contents
- ডিজাইন
- পাওয়ার
- কেমি কেএম ২৩৩ কাটিং লেন্থ
- দাম
- একই দামে বাজারের থাকা অন্যান্য ট্রিমার
- খারাপ দিক
- আমাদের রিভিউ ও মতামত
- সর্বশেষ
ডিজাইন
ছোট মরিচে ঝাল বেশি কথাটি আমাদের অনেকেই জানি। ছোট সাইজের প্রফেশনাল ট্রিমারও যে বেশ কাজের সেটি কেমি কেএম ২৩৩ না দেখলে বুজার উপায় নেই। আকারে ছোট কিন্তু বেশ কাজের এই দাড়ি চুল কাটার মেশিনটি দেখতে কিছুটা Kemei KM-2600 এর মতো মনে হতে পারে। অসাধরন বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সবারই মন কেড়ে নিবে। বডিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের এবিএস ম্যাটেরিয়ালস। হেডের সাথে একটি লিভার রয়েছে যেটিতে চমৎকার কাজ করা হয়েছে। সাধারন লিভারগুলো সরে যাওয়ার চান্স থাকে কিন্তু কেমি কেএম ২৩৩ লিভারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি একা একা সরে যাবে না।
পাওয়ার
Kemei KM-233 ট্রিমারটিতে রয়েছে একি ৯০০ এমএএইচ এর লিথিয়াম ব্যাটারি। একবারফুল চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। কেমির এই নতুন ট্রিমারটিতে থাকছে ইউএসবি টাইপ-সি চারজিং পোর্ট। চার্জ করার জন্য সাথে একটি ক্যাবল পেয়ে যাবেন। আপনি আপনার পাওয়ার ব্যাংক, মোবাইলের চার্জার কিংবা ল্যাপটপ দিয়ে খুব সহজেই চার্জ করতে পারবেন। একবার ফুল চার্জে ১৫০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে।
কেমি কেএম ২৩৩ কাটিং লেন্থ
০ থেকে ৬ মিমি আকারে দাড়ি ও চুল কাটা যাবে এই চুল দাড়ি কাটার মেশিন দিয়ে। অনেকেই প্রশ্ন করেন Kemei KM-809a VS Kemei KM-233 কোনটা ভালো হবে। তাদের জন্য সহজ উত্তর আপনি যদি ৬ মিমি এর বড় আকারে চুল বা দাড়ি কাটেন বা কাটতে চান তাহলে কেমি কেএম-৮০৯এ নিতে পারেন। আর যদি ০ থেকে ৬ মিমি আকারে চুল দাড়ি কাটার মেশিন কিনতে চান তাহলে এই ট্রিমারটি নিতে পারেন।
দাম
বাজারে প্রোডাক্টের সরবরাহ, ডলার রেট ইত্যাদির উপর নির্ভর করে দাম ওঠানামা করে। সর্বশেষ দাম জানতে ভিজির করুন Kemei KM-233 এখানে।
একই দামে বাজারের থাকা অন্যান্য ট্রিমার
বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চুল দাড়ি কাটার মেশিন কিনতে পাওয়া যায়। ১২০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে বাজারে কেমি কেএম-২৩৩ এর মতো বেশ কয়েকটি ট্রিমার রয়েছে যেমন- Kemei KM-1113, VGR V-937, Kemei KM-809a, Xiaomi Enchen Boost ইত্যাদি।
খারাপ দিক
কেমি কেএম-২৩৩ এর সবকিছুই পারফেক্ট মনে হয়েছে। তবে এটি একটি এসি ট্রিমার অর্থাৎ চার্জ করে তারপর ব্যবহার করতে হবে। চার্জে লাগিয়ে ব্যবহার করা যাবে না। তবে ব্যাক্তিগত ব্যবহারের জন্য এসি ট্রিমারই ভালো বলে আমার মনে হয়।
আমাদের রিভিউ ও মতামত
দাম, প্রতিযোগী বিবেচনায় আমরা কেমি কেএম-২৩৩ ট্রিমারটিকে ১০ এ ১০ রেটিং দিবো। এটি একটি এসি ট্রিমার আগেই বলা হয়েছে। চার্জিং ব্যাকআপও যথেষ্ট ভালো। সবমিলিয়ে আপনি যদি একটি শক্ত পোক্ত ট্রিমার খুঁজেন বাসায় ব্যাবহারের জন্য আপনি এটি ক্রয় করতে পারেন।
সর্বশেষ
বাংলাদেশের বাজারে কেমি বেশ জনপ্রিয় হওয়ার কারনে বাজারে অনেকেই নকল পন্য বিক্রি করে থাকে। তাও আবার অনেক বেশি দামে। কমদামে আসল Kemei Trimmer কিনুন ট্রিমার ওয়ার্ল্ড থেকে।