ট্রিমার ওয়ার্ল্ড অনলাইন শপ থেকে ট্রিমার অর্ডার করার নিয়ম

সম্মানিত ভিজিটর ট্রিমার ওয়ার্ল্ড অনলাইন শপে আপনাকে স্বাগতম। বাজেটের মধ্যে সেরা মানের ও বিশ্বস্ত ব্রান্ডের অথেনটিক গ্রুমিং এক্সেসরিজ এখন সবকিছুই পেয়ে যাচ্ছেন ট্রিমার ওয়ার্ল্ড ডট কম এ। প্রিয় পাথক, আজকের লেখাজুড়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কিভাবে ট্রিমার ওয়ার্ল্ড অনলাইন শপ থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করবেন। সাথে থাকছে কুপন ব্যবহার করে ডিস্কাউন্ট পাওয়ার গাইড।

ওয়েবসাইটে প্রবেশ করুন

আপনার ফোন কিংবা কম্পিউটারের যে কোন ব্রাউজারে গিয়ে লিখুন trimmerworld.com। আর যারা ইতিমধ্যে এই লেখাটি পরছেন তারা উপরে লোগোতে ক্লিক করুন।

প্রোডাক্ট সার্চ করুন

উপরে থাকা সার্চবারে আপনার পছন্দের ট্রিয়ামার বা শেভিং এক্সেসরিজের নাম লিখুন। অথবা আপনি চাইলে আমাদের শপ পেজে গিয়ে আপনার পছন্দ মতো Low to High, Hight to Low price, most popular, newly added অথবা দামের রেঞ্জ ইত্যাদি সিলেক্ট করে কিংবা মেনু থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপনার পছন্দের প্রডাক্টি সিলেক্ট করুন।

অর্ডারের প্রথম ধাপ শুরু করুন

এ পর্যায়ে পণ্যের বিবরণ পড়ে আপনার সবকিছু ঠিকঠাক মনে হলে ঠিক ছবিতে দেখানো স্থানে ADD TO CART এ ক্লিক করুন। আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি ইতিমধ্যে যে প্রোডাক্টগুলো ADD TO CART করেছেন সেগুলো দেখতে পাবে। আপনি চাইলে পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে PROCEED TO CHECKOUT বাটনে ক্লিক করুন।

বিলিং ইনফরমেশন দিন

নতুন পেজে এসে আপনি আপনার বিলিং ও শিপিং ইনফরমেশন দিন। এখানে First Name এর বক্সে- আপনার নামের প্রথম অংশ , Last Name- নামের শেষ অংশ, Street Address- আপনার সম্পূর্ণ ঠিকানা যেমন- বাসা নাম্বার/রোড নাম্বার/গ্রাম বা এলাকার নাম, Town/City-থানা, District-জেলা, Phone- মোবাইল নাম্বার, Email-আপনার ইমেইল (ইমেইল এড্রেস না থাকলে [email protected] দিয়ে রাখুন), I have read and agree to the website এ টিক মার্ক দিয়ে PLACE ORDER এ ক্লিক করুন।

ফোনে ট্রিমার অর্ডার করার নিয়ম

সম্মানিত ক্রেতা আপনারা চাইলে ফোন কল করেও আমাদের নিকট থেকে ট্রিমার অর্ডার করতে পারেন। এজন্য প্রথমে আপনি যে পণ্যটি কিনতে চাইছেন সেটির নাম, আপনার সম্পূর্ণ নাম, ঠিকানা ও ইমেইল এড্রেস জানা আমাদের টিম আপনার হয়ে পণ্যটি পৌঁছে যাবে আপনার কাছে।

ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করুন

সম্মানিত ক্রেতা, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে এসএমএস করেও আপনার পছন্দের ট্রিমার কিনতে পারবেন। এজন্য ভিজিট করুন ট্রিমার ওয়ার্ড এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং পেজের মেসেজ অপশনে গিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটির নাম বা ছবি, আপনার নাম, ঠিকানা, মোবাইল ফোন নাম্বার, ইমেইল (ইমেইল না থাকলে সমস্যা নেই) লিখে এসএমএস করুন। আমাদের সেলস টিম আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবে।

শিপিং এবং ডেলিভারি চার্জ সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ডেলিভারি এবং শিপিং পলিসি পেজ। অনলাইনে ট্রিমার কিনতে ভিজিট করুন ট্রিমার ওয়ার্ল্ড।

Shopping Cart