ট্রিমারের ব্লেড ধারালো বা তীক্ষ্ণ করার উপায়

বাসায় কিংবা সেলুনে ব্যবহারের জন্য আমরা যে সকল ইলেকট্রিক ট্রিমার কিনে থাকি সেগুলোর বেশিরভাগ স্টেইনলেস ষ্টীলের তৈরি হয়ে থাকে। আর এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ট্রিমারের ব্লেড ধারালো বা তীক্ষ্ণ থাকে। তবে নিয়মিত যত্ন না নেওয়ার ফলে বা অনেকদিন ব্যবহার না করার কারনে ট্রিমার বা হেয়ার ক্লিপারের ব্লেডের ধার কমে যেতে পারে। তবে আমাদের অনেকেরই জানা নাই যে আমরা চাইলে খুব সহজেই আমাদের ট্রিয়ামারের ব্লেড ধারালো করে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে পারি। যা আমাদের অর্থের অপচয় থেকে মুক্তি দিবে।

Table of Contents

ট্রিমারের ব্লেড ধারালো বা তীক্ষ্ণ করার উপায়-

প্রিয় পাঠক, এপর্যায়ে চলুন ট্রিমারের ব্লেড ধারালো করার কিছু কার্যকরী উপায় ও টিপস জেনে নেওয়া যাক-

১) ট্রিমারের ব্লেডে তেল দিয়ে কিছু সময় চালান

অনেক সময় ধুলাবালি বা চুলের ছোট ছোট অংশ ট্রিমারের লিভার ও ব্লেডের মধ্যে আটকে গিয়ে জ্যাম সৃষ্টি করে। যার ফলে আপনার ট্রিমারের ব্লেডের মুভ করার গতি কমে কম ধারালো মনে হতে পারে। তাই একটি ব্রাশ দিয়ে ট্রিমারের হেডের অংশ ভালো করে পরিষ্কার করে, সামান্য ১-২ ফোটা তেল দিয়ে খালি অবস্থায় কয়েক মিনিট চালান। এতে করে জ্যাম অবস্থার থেকে মুক্তি মিলতে পারে।

২) ট্রিমারের ব্লেড পরিষ্কার করুন

ট্রিমারের ব্লেড যেহেতু উন্নত মানের স্টেইনলেস ষ্টীল দিয়ে তৈরি হয় আর এতে তেল ব্যবহার করা হয়। অনেক সময় বাহিরের ধুলাবালি ও কাটা চুলের ক্ষুদ্র অংশগুলো এর মধ্যে আটকে ট্রিমারের ব্লেডের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই প্রথমেই আপনার ট্রিমারের ব্লেডের নিচের দিকে থাকা। স্ক্রু খুলে ব্লেডটি আলাদা করে এর আশপাশের অংশগুলো পরিষ্কার করে নিন।

পরিষ্কার করা হয়ে গেলে সামান্য তেল লাগিয়ে ব্লেডটি আবার পুনরায় লাগিয়ে চুল কেটে দেখুন। যদি আগের থেকে ধারালো মনে হয় তাহলে বুজে নিবেন আপনার ট্রিমারের ব্লেডের সাথে ময়লা জমা কারনে ধার কমে গিয়েছিলো।

৩) ট্রিমারের ব্লেড খুলে পুনরায় লাগান

দীর্ঘদিন ব্যবহারের ফলে ট্রিমারের ব্লেড তার অবস্থান থেকে সরে যেতে পারে। ফলে বেকে যাওয়া বা সঠিক যায়গায় না থাকার কারনে আপনি আপনার চুল বা দাড়ি কাটার সময় কম স্পিড পেতে পারেন বা মনে হতে পারে ব্লেডের ধার কমে গেছে। নিয়মিত ব্লেড পরিষ্কার করার পাশাপাশি আপনার ট্রিমারের ব্লেড সঠিক যায়গায় আছে কিনা সেদিকেও লক্ষ রাখুন।

৪) সিরিজ কাগজ দিয়ে ট্রিমারের ব্লেড ধারালো করুন

আমরা সাধারনত ফার্নিচারের দোকানে একধরনের কাগজ দিয়ে কাঠ ঘষে মসৃণ করতে দেখি। এটি মূলত সিরিজ কাগজ। আপনার ট্রিমারের ব্লেডের ধার কমে গেলে আপনি এই সিরিজ কাগজের সাহায্য নিতে পারেন। ষ্টীলের বা লোহার কোন কিছু ধারালো করতে সিরিজ কাগজ বেশ ভালো কাজ করে। তবে এই কাজটি সাবধানে করতে হবে। আপনি যদি এইসকল কাজে অভিজ্ঞ বা দক্ষ না থাকেন তবে সম্ভব হলে হাতে হাত মোজা বা গ্লাবস পরে নিবেন।

সর্বশেষ

সম্মানিত পাঠক আশা করছি, আপনার পছন্দের ট্রিমারের ব্লেডটি ধারালো করার উপায়গুলো আপনাকে সাহায্য করবে। আপনার পুরাতন ট্রিমারটির প্রনা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে আপনি যদি আবারো একটি নতুন ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিন কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই ভালো মানের এবং বিশ্বস্ত শপ থেকে ট্রিমার কিনুন।

সঠিক দামে অরিজিনাল ট্রিমার কিনতে ভিজিট করুন আপনাদের প্রিয় ট্রিমার ওয়ার্ল্ড

Shopping Cart