ঘরে বসে ট্রিমার ব্যবহার করা নিয়ম

বাসায় বসে দাড়ি চুল কাটার জন্য একটি ট্রিমার বা চুল কাটার মেশিন ক্রয় করেছেন বা করার কথা ভাবছেন কিন্তু কীভাবে নিজে নিজে ট্রিমার ব্যবহার করতে হয় জানেন না? উত্তর যদি হ্যা হয়, তবে আপনি সঠিক যায়গায় এসেছেন। কারন আজকের লেখাজুড়ে আপনারদের সাথে শেয়ার করবো কীভাবে বাসায় বসে নিজে নিজে বা বাসার অন্যকারো দাড়ি বা চুল কেটে দিবেন। আশা করছি ট্রিমার ব্যবহার করার নিয়ম জেনে আপনিও ঠিক একজন দক্ষ নরসুন্দরের মতো দাড়ি ও চুল কাটতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-

Table of Contents

ধাপে ধাপে ট্রিমার ব্যবহার করার নিয়মঃ

১) একটি ভালো মানের ট্রিমার ক্রয় করুন

বাংলাদেশের ট্রিমার বা দাড়ি চুল কাটার মেশিনের বাজারে বিভিন্ন দামের মধ্যে বেশ কয়েকটি ব্রান্ডের ইলেকট্রিক ট্রিমার কিনতে পাওয়া যায়। ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকার কাছাকাছি বিভিন্ন মডেলের ও ব্রান্ডের ট্রিমার কিনতে পাওয়া যায়। আপনার বাজেট ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে হলে Kemei Km-6330, HTC AT-538, Geemy GM-6028, Geemy GM-6077 যে কোন একটি ট্রিমার কিনে নিতে পারেন। তবে বাজেট ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা বা এর কাছাকাছি হলে Kemei KM-809a, Kemei KM-1113, Xiaomi Enchen Boost, VGR V-937 মডেলের যেকন একটি ট্রিমার এবং ২০০০ টাকার বেশি বাজেট হলে শাওমি বা ফিলিপস ব্রান্ডের যেকন একটি ট্রিমার ক্রয় করে নিতে পারেন।

২) কোন সাইজে দাড়ি বা চুল কাটতে চান সেটি নিশ্চিত করুন

ফ্যাশন কিংবা দাড়ি চুল কাটার ক্ষেত্রে সবার পছন্দ একই হয় না। আবার সবাইকে এক কাটিংএ ভালোও লাগে না। আপনি যেমন ধরনের কাটিংএ আরাম অনুভব করেন সেরকম একটি কাটিং মনে মনে ঠিক করে নিন। এবং সেই মাপে ট্রিমার মেশিনের কম্ব লাগিয়ে নিন। একটি ট্রিমার দিয়ে বিভিন্ন সাইজে দাড়ি ও চুল কাটার জন্য বেশ কয়েকটি কম্ব পেয়ে থাকবেন।

৩) সময় নির্ধারণ করুন

আপনি বাসা কিংবা সেলুনে যেখান থেকেই চুল কাটেন না কেন। সবসময় গোসলের আগে দাড়ি চুল কাটার চেষ্টা করুন। কারন দাড়ি চুল কাটার সময় গুলোর ছোট ছোট অংশ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে বিশেষ করে জামাকাপড় ও মাথার মধ্যে আটকে থাকে। আর তাই দাড়ি চুল কাটার পর গোসল না করলে এগুলো শরীরে থেকে যায়। যা অহস্যের কারন হয়ে দাড়ায়।

৪) ট্রিমার ব্যবহার করার পূর্বে ভালো করে চার্জ করে নিন

আজকাল বাজারের যে সকল ট্রিমার কিনতে পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই রিচার্জেবল। আর এই সকল ট্রিমার একবার ফুল চার্জে দাম ভেদে ৩০ মিনিট থেকে ৫০০ মিনিট পর্যন্ত চলে। তবে কিছু কিছু ট্রিমার আছে যেগুলো একই সাথে চার্জে ও সরাসরি বিদ্যুতের সাহায্যে চালানো যায়। তবে আমার মতে আগে চার্জ করে তারপর ব্যবহার করা উত্তম। আর প্রফেশনাল না হলে অবশ্যই আগে চার্জ করে নিন।

৫) গলার নিচে চাদর বা কাপড় দিয়ে শরীরের ঢেকে নিন

শরীরের মধ্যে যাতে দাড়ি চুল প্রবেশ না করে সেজন্য আপনার গলার নিচের অংশ থেকে হাটু পর্যন্ত কাপড় বা চাঁদর দিয়ে ঢেকে নিন। কাপড়টি পাতলা হয় যেন সেদিকে খেয়াল রাখুন। কারন বেশি ভারি বা মোটা হলে আপনার গরম লাগতে পারে।

৬) ট্রিমার ব্যাবহার করে দাড়ি বা চুল কাটা শুরু করুন

সবকিছু ঠিকঠাক থাকলে আপনার পছন্দের সাইজ অনুসারে কম্বা বা চিরুনি ব্যবহার করে দাড়ি ও চুল কাটা শুরু করুন। ট্রিমার ব্যবহারের সময় আস্তে আস্তে টানুন। অন্যথায় আপনার চুলে টান লাগতে পারে। একটু আরামদায়ক করতে চুলে হাল্কা পানি ছিটিয়ে নিন। তবে সে ক্ষেত্রে আপনার ট্রিমারটিতে পানি লাগানো থেকে বিরত থাকুন। কারন এটি ওয়াটার প্রুফ না হলে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আপনি চাইলে অনলাইনে বিভিন্ন হেয়ার স্টাইল দেখে নিতে পারেন।

৭) ট্রিমার ব্যবহার শেষে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করে ও গুছিয়ে রাখুন

একটি ট্রিমার চাইলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। তবে এটি নির্ভর করে আপনি সেটির কেমন যত্ন নিচ্ছেন তার উপর। ট্রিমার ব্যবহার করা শেষে সবকিছু মুছে পরিষ্কার করে সামান্য তেল লাগিয়ে নির্ধারিত স্থানে রাখুন। তবে একটি জিনিস মাথায় রাখবেন এটি যেন বাচ্চাদের নাগালের বাহিরে থাকে। বাজারে অনেক গ্রুমিং কিট পাওয়া যায়। যেগুলোতে ট্রিমার গুছিয়ে রাখার জন্য স্টান্ডও পেয়ে যাবেন। যেমন Kemei KM-600 হতে পারে একি আদর্শ সল্যুশন।

সর্বশেষ

সম্মানিত পাঠক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের লেখা নিয়ে আপনার কোন মতামত বা ট্রিমার ব্যবহার করা নিয়ে আপনার কোন মতামত বা পরামর্শ থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে।

Shopping Cart
Scroll to Top