T9 Trimmer Bangla Review: বাংলাদেশের ট্রিমারের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক ট্রিমারগুলোর মধ্যে Vintage T9 অন্যতম। দামে সস্তা ও লংলাস্টিং হওয়ার কারণে বাজেটফ্রেন্ডলি ট্রিমারের তালিয়ায় এই ট্রিমারটির অবস্থান সবার উপরে। ব্যাপক বাজার চাহিদা থাকার কারণে নকল Vintage T9 ট্রিমার দিয়ে মার্কেট সয়লাব। এই ট্রিমারটির ব্যাপক চাহিদা থাকার কারণে KEMEI, HTC, Generic, Fredene সহ অন্যান্য বেশ কয়েকটি চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানি প্রায় একই ডিজাইন ও ফিচারে তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে এসেছে।
প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো Vintage T9 ট্রিমার সম্পর্কে বিস্তারিত, এর ফিচার সমূহ, চাজিং, ব্যাটারি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।
Vintage T9 স্পেসিফিকেশন
ব্র্যান্ড | KEMEI, HTC, Generic, Fredene |
মডেল | Vintage T9 |
ধরন | কর্ডলেস |
চার্জিং টাইম | ২ ঘণ্টা |
রানিং টাইম | ৪৫ মিনিট |
উপদান | ষ্টীল |
ব্যাটারি | 800mAh |
পাওয়ার | 5W |
ডিজাইন
আপনি যদি কম বাজেটের মধ্যে বাসায় বসে নিজের দাড়ি গোঁফ ছোট করতে চান এবং অথবা ট্যুরের সময় সাথে একটি ট্রিমার ক্যারি করার চিন্তা করে থাকেন তাহলে Vintage T9 হতে পারে একটি দারুণ পছন্দ। এই ট্রিমারটির বডি পার্ট স্টেইনলেস ষ্টীলের তৈরি তাই হাত থেকে পরে গিয়ে ভাঙ্গার সম্ভাবনা কম। তবে ইলেকট্রিক ডিভাইস একটু সতর্কতার সাথ ব্যবহার করাই উত্তম।
এছাড়াও আকারে ছোট এবং ওজনে হালকা হওয়ায় আপনার হাতরে সাইজ ছোট হলেও সমস্যা নেই। এটি আপনি খুব সহজেই হাতের মধ্যে অনেক সময় রেখে ব্যবহার করতে পারবেন। তাই হাত ব্যাথা হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
ব্যাটারি
ট্রিমারের ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে কর্ডলেস ট্রিমারের ক্ষেত্রে। Vintage T9 ট্রিমার্যাতে রয়েছে একটি ৮০০এমএএই এর ব্যাটারি। যেটি সম্পূর্ণ চার্জ হতে ২ ঘণ্টা সময় লাগবে এনং একবার ফুল চার্জ দিয়ে ৪৫ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। আপনার যদি আরও বেশি সময়ে চার্জ থাকা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে একটি অতিরিক্ত ব্যাটারি কিনে নিতে হবে অথবা আপনার বাজেট বাড়িয়ে আরও বেশি ব্যাক আপ সম্পন্ন একটি ট্রিমার পছন্দ করতে হবে। এক্ষেত্রে আপনি Kemei KM-600 অথবা KM-809A ট্রিমারটি দেখতে পারেন।
ট্রিমারটিতে রয়েছে 50GHz-60Ghz ফ্রিকুয়েন্সিসহ 110V-240V ভোল্টেজ রেঞ্জ। 220V-240V সার্বজনীনইভাবে সামঞ্জস্যপূর্ণ ইনপুট ইউনিট, এর ফলে আপনি দেশের যে কোন স্থানে নিশ্চিন্তে চার্জ দিতে পারবেন।
আপনার কি Vintage T9 ট্রিমার কেনা উচিত?
আপনার বাজেট যদি ৫০০ টাকার কম হয়ে থাকে এবং আপনি আপনার বেসিক কাজগুলো করার জন্য যেমন- দাড়ি কিংবা চুল ছোট করা ইত্যাদি কাজের জন্য একটি বেশি ট্রিমার খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সমাধান হতে পারে। তবে আপনি যদি আর বেশি টাইম চার্জ থাকবে এবং আপনার বাজেট বেশি থাকলে আপনি অন্যান্য ট্রিমারগুলো দেখতে পারেন।
সর্বশেষ
৫০০ টাকা বাজেট রেঞ্জে Vintage T9 ট্রিমারটি যে সকল ফিচার নিয়ে এসেছে আমাদের মতে এইট গুড এনাফ। আপনি যদি প্রথম বারের মতো বিশেষ করে অভিজ্ঞতা নেওয়ার জন্য বা শেখার জন্য একটি ইলেকট্রিক ট্রিমার কেনার কথা ভেবে থাকনে তাহলে আমরা আপনাকে অবশ্যই Vintage T9 কেনার পরামর্শ দিয়ে থাকবো।
আশা করছি T9 Trimmer Bangla Review পড়ার মাধ্যমে T9 Trimmer সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমাদের লেখা নিয়ে আপনার কোন মতামত কিংবা জিজ্ঞাসা থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে। ট্রিমারটি কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন শপ ভিনটেজ টি৯।